ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে ঢাকা ছেড়েছিলেন প্রায় কোটি মানুষ। এবার যান্ত্রিক জীবনে ফেরার পালা। পাঁচ দিনের ছুটি শেষ হওয়ায় কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফেরা শুরু করেছেন কর্মজীবীরা।
রোববার (২৩ এপ্রিল) শেষ হচ্ছে ঈদের ছুটি। সোমবার (২৪ এপ্রিল) থেকে খুলছে অফিস-আদালত। আগের সূচিতে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
তাই সবাই ফিরছেন কর্মব্যস্ত নগরীতে। কর্মস্থলে ফেরা মানুষের সংখ্যা বাড়ছে কমলাপুর রেলস্টেশনে। নদীপথে যাতায়াত অপেক্ষাকৃত কম। পদ্মা সেতুর কারণে এবার নৌরুটের প্রাধান্য কমেছে। সড়কেও নেই খুব একটা ভোগান্তি।
এবারের ঈদের তিন দিন ছুটির সঙ্গে বৃহস্পতিবার (২০ এপ্রিল) অতিরিক্ত একদিনের ছুটি পাওয়ায় শবে কদরসহ মোট পাঁচ দিনের ছুটি পেয়েছেন কর্মজীবী মানুষ।
রাজধানী ঢাকায় প্রায় দুই কোটি লোকের বসবাস। লাখ লাখ কর্মজীবী এবং শিক্ষার্থীর স্থায়ী বসবাস এই শহরে। পাশাপাশি বিভিন্ন কাজে মানুষের আসা-যাওয়া নিত্যদিনের।
এবার ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ৮০ লাখ থেকে ১ কোটি মানুষ রাজধানী ছেড়েছেন। কেউ কেউ অবশ্য এই ছুটির সঙ্গে বাড়তি ছুটিও নিয়েছেন। যারা বাড়তি ছুটি নিতে পারেননি, তারা পরিবার-পরিজনের সঙ্গে উৎসব আনন্দে কয়েকটা দিন কাটিয়ে প্রিয় স্মৃতিগুলোকে সঙ্গী করে ঢাকায় ফিরতে শুরু করেছেন।
তবে আজ রোববারও রাজধানী ছেড়ে বাড়ির পথ ধরছেন কেউ কেউ। যদিও কর্মস্থলে ফেরা মানুষের সংখ্যাই বেশি।
বাংলাদেশ সময়: ১২:৪২:১৯ ১৫৮ বার পঠিত