তুরস্ক থেকে খালি হাতে ফিরছে আরচারি দল

প্রথম পাতা » খেলাধুলা » তুরস্ক থেকে খালি হাতে ফিরছে আরচারি দল
সোমবার, ২৪ এপ্রিল ২০২৩



তুরস্ক থেকে খালি হাতে ফিরছে আরচারি দল

আরচ্যারি বিশ্বকাপ স্টেজ-১ অংশ নিতে গত ১৭ এপ্রিল তুরস্কের আনাতোলিয়ায় পাড়ি দিয়েছিল বাংলাদেশ আরচ্যারি দল। তবে বিশ্বকাপে সাত আরচ্যারি প্রতিনিধি দলের এ সফর সুখকর হয়নি। পাঁচটি ইভেন্টে অংশ নিয়ে একটিতেও পদকের লড়াইয়ে যেতে পারেনি দিয়া সিদ্দিকীরা।

তাই বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরছে দিয়া সিদ্দিকীরা। মঙ্গলবার (২৫ এপ্রিল) বাংলাদেশ আরচ্যারি দলের দেশে ফেরার কথা রয়েছে।

গত ২১ এপ্রিল রিকার্ভ পুরুষ একক ইভেন্টে ইলিমিনেশন রাউন্ডের ১/৩২ খেলায় ইন্দোনেশিয়ার পাঙ্গেসতু আরিফকে ৭-৩ সেটে হারিয়ে ১/১৬ খেলায় উন্নীত হন বাংলাদেশের মো. সাগর ইসলাম। তবে পরবর্তীতে ১/১৬ খেলায় ভারতের অতনু দাসের কাছে ২-৬ সেটে হেরে বিদায় নেন সাগর।

অন্যদিকে এই বিভাগের ১/৩২ খেলায় বাংলাদেশের আরেক আরচ্যার মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৪-৬ সেটে জাপানের নাকানিশি জুন্যার কাছে হেরে যান। ফলে বিদায় হয়েছে তারও।

রিকার্ভ বিভাগে ৪ জন পুরুষ একজন নারী আরচ্যার। টোকিও অলিম্পিক খেলা অলিম্পিয়ান দিয়া একমাত্র রিকার্ভ নারী আরচ্যার। কম্পাউন্ড বিভাগে মাত্র ২ জন আরচ্যার। একজন নারী ও একজন পুরুষ৷ সাত জন খেলোয়াড়ের সঙ্গে দুই জন কোচ ও একজন ম্যানেজার রয়েছেন।

বাংলাদেশ রিকার্ভ পুরুষ ব্যক্তিগত, দলগত ও মিশ্র বিভাগে অংশগ্রহণ করে। রিকার্ভ নারী বিভাগে শুধু ব্যক্তিগত ইভেন্টেই অংশ বাংলাদেশ। ব্যক্তিগতের পাশাপাশি মিশ্র বিভাগেও খেলে ব্যর্থ হন তারা। তবে কম্পাউন্ড বিভাগে মাত্র ২ জন আরচ্যার হওয়ায় নারী ও পুরুষ দলগত ইভেন্টে অংশগ্রহণ করেনি।

এদিকে দেশসেরা আরচ্যার রোমান সানা ফেডারেশন থেকে দুই বছরের নিষেধাজ্ঞায় ছিলেন। সেই নিষেধাজ্ঞা শর্তসাপেক্ষে শিথিল হওয়ায় রোমান আরচ্যারি অঙ্গনে ফিরলেও পুনরায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অপেক্ষায় রয়েছেন।

বাংলাদেশ সময়: ২২:০৬:৫০   ১৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


প্রথম দিনে আইপিএলের নিলামে উঠবে ৮৪ ক্রিকেটার
১৮ মিনিটেই ডি মারিয়ার হ্যাটট্রিক, দৃষ্টিনন্দন বাইসাইকেল গোল
সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ