জেলায় আজ ২৬ এপ্রিল ‘কড়ই-কাদিরপুর গণহত্যা দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে সাংস্কৃতিক সামাজিক সংগঠন ’সৃজনী’ এবং গণহত্যার শিকার পরিবার গুলোর পক্ষ থেকে বধ্যভূমি স্মৃতিসৌধে ফুল দিয়ে, ও মোম জ্বালিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় । ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালিন এ দিনে জেলা শহর থেকে ৫ কিলোমিটার দূরত্বে সদর উপজেলার কড়ই ও কাদিরপুর গ্রাম দু’টিতে তৎকালিন স্বাধীনতা বিরোধী মৌলবাদীদের প্ররোণায় ও তাদের প্রত্যক্ষ সহযোগিতায় পাকসেনারা মধ্যযুগীয় কায়দায় নৃশংসভাবে হত্যা করেছিল ৩৭১ জন নিরীহ হিন্দু ধর্মাবলম্বী গ্রামবাসীকে। নিহতদের অধিকাংশই মৃৎ শিল্পের সঙ্গে জড়িত ছিলেন। লুটপাট করা হয়েছিল তাদের টাকা-পয়সা, ধন-সম্পদ। দখল করা হয়েছে জায়গা-জমি, বসত বাড়িও। জেলাবাসীর দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে এ বধ্যভূমিতে স্থানীয় জেলা পরিষদের উদে ্যাগে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হলেও স্বাধীনতার ৫২ বছরেও এ নৃশংস ও বর্বর গণহত্যার সঙ্গে জড়িত স্থানীয় দোসর দের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শহীদ পরিবার গুলোর স্বজনরা।
জয়পুরহাটের ‘কড়ই-কাদিরপুর গণহত্যা দিবস উপলক্ষে স্থানীয় শিক্ষা ,সমাজসেবা ও সাংস্কৃতিক- সামাজিক সংগঠন ”সৃজনী’র উদে ্যাগে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে শহীদদের স্মরণে স্মরণসভা ও ‘কড়ই-কাদিরপুর বধ্যভূমিবিদ অধ্যাপক ম, নূরুন্নবী স্মরণসভায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন জয়পুরহাট সাহিত্য সংসদের সভাপতি কবি যতন কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, সৃজনীর সদস্য সানোয়ার হোসেন, বম্বু ইউনিয়ন আওয়ামীলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এমদাদুল হক, কড়ই কাদিরপুর বধ্যভূমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, শহীদ পরিবারের পক্ষ থেকে দ্বিজেন চন্দ্র দেবনাথ , রাধারানী দেবনাধ, মধুসুদন দেবনাথ প্রমূখ।
বাংলাদেশ সময়: ২১:১৫:৫৭ ১৩২ বার পঠিত