সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে গ্রাম্য সালিশিতে বিচারের নামে অবিচার, জুলুম ও অমানবিক নির্যাতনের অভিযোগ তুলেছেন মাতাব্বরদের বিরুদ্ধে এক ভুক্তভোগী পরিবার।
জানা গেছে ,পক্ষপাতমুলক দোষী সাব্যস্থ করে একই পরিবারের ৫ সদস্য কে অমানবিক নির্যাতন করেছে সালিশিয়ান ব্যক্তিবর্গ। এ ঘটনাটি সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের চর বড়বাড়ীয়া শাহ আলমের বাড়ীতে ঘটেছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া গ্রামের চা দোকানদার রবিউল ইসলাম এর ছেলে ও ভাতিজা শাকিল দু জনে বাড়ীর পাশে রেলী রিভার ভিউ পার্কে পবিত্র ঈদ-উল- ফিতরের ২য় দিন রোববার বিকেল ৪ টার দিকে বেড়াতে যান।
পার্কের ওয়েটার সাদ্দাম হোসেন কে খাবার অর্ডার করলে একটু দেরী হওয়ায় তাকে মারধর করে এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে উতপ্ত পরিবেশ শান্ত হলে তারা চলে যায়। ওই দিনই রাত সাড়ে ৯ টার দিকে রবিউল ইসলাম ও তার লোকজন ২য় বারের মত পার্কের ক্যাশ কাউন্টারে থাকা আল মামুন, সহ সেলিম মিয়া আমিনুল ইসলাম,ও সাদ্দাম কে মারধর করে।
এ নিয়ে পার্কের পক্ষে সেলিম মিয়া সরিষাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করলে সরিষাবাড়ী থানা পুলিশ রবিউল ইসলাম কে আটক করে থানায় নিয়ে এলে আপোষ-মিমাংসা হওয়ার শর্তে রবিউল ইসলাম কে ছেড়ে দেয় পুলিশ।
পরে স্থানীয় প্রভাবশালীরা গতকাল শুক্রবার দুই পক্ষের আপোষ মিমাংসার জন্য’র বড়বাড়ীয়া গ্রামের শাহ আলীর বাড়ীতে গ্রাম্য শালীস বসে। গ্রাম্য সালীশে সাবেক শিক্ষক আব্দুল করিম এর সভাপতিত্বে সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম লালু মেম্বার পরিচালনা করেন।
এ সময় প্রভাবশালী মাতাব্বর সাইদুর রহমান মন্ডল,সাবেক প্রভাষক আব্দুল বারেক, সাবেক ইউপি সদস্য বাবলু মিয়া, তয়েজ উদ্দিন মন্ডল সহ আরো গন্য মান্য মাতাব্বর গনের উপস্থিতিতে গ্রাম্য সালীশের মাতাব্বরদের সিদ্ধান্তে কয়েকজন প্রভাবশালী রবিউল ইসলাম(৫০),শাকিল(২৬),কবীর হোসেন( ১৮),রাজু মিয়া(২৮),মায়ারানী(৪০) মারধর করলে আহত হয়।
গুরুতর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান,এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। তিনি আরও জানান অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭:৫৬:৪৩ ২৮৪ বার পঠিত