ফতুল্লায় অপহরণের অভিযোগে যুবক আটক, কিশোরী উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় অপহরণের অভিযোগে যুবক আটক, কিশোরী উদ্ধার
শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩



ফতুল্লায় অপহরণের অভিযোগে যুবক আটক, কিশোরী উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহৃত এক স্কুলছাত্রী (১৪) কে উদ্ধারসহ অপহরণের অভিযোগে মো. জুম্মান (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সে রূপগঞ্জ উপজেলার দিঘীবরাবো, দক্ষিন যাত্রামুড়া এলাকার মতিউর রহমানের ছেলে।
শুক্রবার (২৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তর্থ নিশ্চিত করেন র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. মোশারফ হোসেন। এরআগে বৃহস্পতিবার ফতুল্লার বিভিন্ন এলাকায় ওই অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার ও অপহৃতকে উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃত আসামি জুম্মানের ও ভিকটিম (১৪) এর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়।

এরপর থেকেই জুম্মান বিভিন্ন ভাবে ভিকটিমকে কু-প্রস্তাব দেয়াসহ উত্যক্ত করে আসছিল। এতে ভিকটিম রাজি না হওয়ায় আসামী ভিকটিমকে বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করতে থাকে।

ঘটনার এক পর্যায়ে গত ২৩ এপ্রিল সকাল অনুমান ১১টায় ভিকটিম মঠবাড়িয়া থানার বাহালী পট্টি ২নং ওয়ার্ডস্থ তার বসত ঘরের সামনে রাস্তার উপর বের হইলে আসামী জুম্মান ও তার সঙ্গীয় ২/৩ জন সহযোগীদের সহযোগীতায় পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমকে জোরপূর্বক মোটরসাইকেলযোগে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

অপহরণকারী আসামীরা ভিকটিমকে অপহরণ করে কৌশলে আত্মগোপনে ছিল। এই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে র‌্যাব ১১, সিপিএসসি এর গোয়েন্দা টীম এই ব্যাপারে যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যে উল্লেখিত আসামীকে আটকসহ ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় এবং এই মামলার অন্যান্য অজ্ঞাতনামা পলাতক আসামীদের গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য আসামিকে এবং উদ্ধারকৃত ভিকটিমকে পিরোজপুর মঠবাড়িয়া থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৩:১৪   ২০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএনপির নামে কেউ চাঁদা নিতে আসলে বেঁধে রাখবেন: সাখাওয়াত
কপ২৯ সম্মেলনে অনুদানভিত্তিক অর্থ বরাদ্দের আহ্বান পরিবেশ উপদেষ্টার
‘মুক্ত খালেদা জিয়া’ ছাত্র-জনতার আন্দোলনের অর্জন : নাহিদ ইসলাম
বাংলাদেশ-ভারত আলোচনায় হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করা হতে পারে: পররাষ্ট্র মন্ত্রণালয়
সশস্ত্র বাহিনী বিশ্বাস ও আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে : অধ্যাপক ইউনূস
সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সাথে প্রধান উপদেষ্টার কুশল বিনিময়
রাষ্ট্রপতির সাথে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
অংশীজনদের নিয়ে আগামী বছর জাতিসংঘের কনফারেন্স
রাজধানীতে তিন দিনব্যাপি মুদ্রা প্রদর্শনী শুরু
এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ