রাজা চার্লসের বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন সোনম কাপুর

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজা চার্লসের বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন সোনম কাপুর
রবিবার, ৩০ এপ্রিল ২০২৩



রাজা চার্লসের বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন সোনম কাপুর

ব্রিটেনের রাজ সিংহাসন এখন রানি দ্বিতীয় এলিজাবেথের বড় ছেলে চার্লসের হাতে। তবে সিংহাসনে বসলেও এখনও আনুষ্ঠানিক অভিষেক হয়নি তার। খুব শিগগিরই ঘটা করে হতে চলেছে রাজকীয় সেই অনুষ্ঠান। আর বিশেষ মুহূর্তের সাক্ষী হতে সে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছেন বলিউডের কাপুর পরিবারের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর।

আগামী ৬ মে হতে চলেছে চার্লসের সিংহাসনে অভিষেকের সেই জমকালো অনুষ্ঠান। আর তার পরের দিনই আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের। যে অনুষ্ঠানে বসবে হলিউড তারকাদের মিলনমেলা।

তারকাদের এ মেলায় থাকছে হলিউড তারকা টম ক্রুজ, মিউজিক্যাল গ্রুপ দ্য পুসিক্যাট ডলস থেকে নিকোল সারজিঞ্জার ও উইনি দ্য পুহ।

সঙ্গে আরও রয়েছেন ব্রিটিশ অভিনেত্রী, লেখক ও কলামিস্ট জোয়ান কলিন্স, শিল্পী টম জোন্স, ন্যাশনাল জিওগ্রাফিক খ্যাত অভিযাত্রিক বিয়ার গ্রিলস ও নৃত্যশিল্পী ওটি মাবুস। আমন্ত্রিতদের তালিকায় আরও রয়েছেন কেটি পেরি ও লিওনেল রিচির মতো তারকারাও।

ওই অনুষ্ঠানে যোগ দিতে ভারত থেকে ডাক পেয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। এ খবর নিশ্চিত করেছেন সোনম কাপুর নিজেই।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বারতে জানা যায়, এ বিষয়ে সোনম বলেন, ‘শিল্পের প্রতি রাজা চার্লসের ভালোবাসার কথা মাথায় রেখেই কমনওয়েলস ভার্চুয়াল এই অনুষ্ঠানের আয়োজন করছে। তাতে যোগ দেওয়ার ডাক পেয়ে আমি আনন্দিত।

ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিয়ের পর থেকে লন্ডনেই বেশি থাকেন সোনম ও তার বর আনন্দ। তবে কখনোই লন্ডনের রাজ পরিবারের কোনো অনুষ্ঠানে তাকে দেখা যায়নি। তাই বলা যায়, ইংল্যান্ডের রাজপ্রাসাদের অনুষ্ঠানে এটাই হতে চলেছে সোনমের প্রথম উপস্থিতি।

বাংলাদেশ সময়: ১১:০৪:৩৮   ১১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কমিটি ঘোষণা
১৮ রানের জয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ড. কামালের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের সাক্ষাৎ
সরকার শহীদ পরিবারের পাশে থাকবে: সমাজকল্যাণ উপদেষ্টা
“একতাই সমবায় আন্দোলনের মূল চালিকাশক্তি, বিভাজন নয়”- স্থানীয় সরকার উপদেষ্টা
দুই মাস পিছিয়ে যাচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
ইসরাইলের সঙ্গে বাণিজ্য ফের চালুর সম্ভাবনা নাকচ তুরস্কের
সরিষাবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত
বাফুফের আর্থিক অনিয়মের অডিট হবে: ক্রীড়া উপদেষ্টা
প্রধান উপদেষ্টার সংবর্ধনা পেলেন নারী ফুটবলাররা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ