হাতির আক্রমণ হতে মানুষের জানমাল রক্ষায় কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাতির আক্রমণ হতে মানুষের জানমাল রক্ষায় কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী
রবিবার, ৩০ এপ্রিল ২০২৩



হাতির আক্রমণ হতে মানুষের জানমাল রক্ষায় কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বন্য হাতির আক্রমণ হতে মানুষের জানমাল রক্ষায় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে সরকার।
তিনি বলেন, হাতির গতিবিধি নিয়ন্ত্রণে সোলার ফেন্সিং স্থাপন, সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নসহ প্রয়োজনীয় অন্যান্য সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মন্ত্রী আরো বলেন, যে কোনো মূল্যেই হোক মানুষের প্রাণ রক্ষা করতে হবে এবং ফসলসহ অন্যান্য ক্ষতি হলে জনগণকে দ্রুততম সময়ে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দিতে হবে।
শাহাব উদ্দিন আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
শব্দদূষণ বন্ধে গণসচেতনতা সৃষ্টির জন্য আরও কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন পরিবেশমন্ত্রী।
শাহাব উদ্দিন বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধে যেকোনো মূল্যেই জলাভূমি সংরক্ষণ করতে হবে এবং হাওর, বাওর, নদী, বিল পুনঃখনন করতে হবে।
সারাদেশে বেশি বেশি বৃক্ষরোপণ সহ চলমান উন্নয়ন কার্যক্রমের গুণগতমান বজায় রেখে প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে বাস্তবায়ন করার জন্যও তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (পরিবেশ ও উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের প্রধান এবং মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪৩:৪৩   ১৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ভবদহ জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন রিজওয়ানা হাসান
বাস ভাড়া কমানোর দাবিতে নগরীতে পথসভা অনুষ্ঠিত
পোশাক কারখানায় নাশকতা চেষ্টার অভিযোগে শ্রমিক গ্রেফতার
পলাতক নেত্রীর কথায় মানুষ কান দিবে না: সাখাওয়াত
গণআন্দোলনে মাগুরায় শহিদ রাব্বির পরিবারের পাশে তারেক রহমান
রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায় : পররাষ্ট্র সচিব
অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হিসেবে শপথ নিলেন আরো তিনজন
‘শ্রম শক্তি’র কার্যকর দক্ষতা আরও বাড়াতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ