চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি মহারণের আগে ইনজুরিতে দুই ক্লাবের দুই বড় তারকা কেভিন ডি ব্রুইনা এবং লুকা মদ্রিচ। বিভিন্ন গণমাধ্যমের খবর, প্রথম লেগের ম্যাচে সংশয় আছে তাদের উপস্থিতি নিয়ে। যদিও ইনজুরি বিষয়ে স্পষ্ট করে কিছুই বলছে না ক্লাব কর্তৃপক্ষ।
চলতি মৌসুমে ট্রেবল জয়ের স্বপ্ন ম্যানচেস্টার সিটির। সময় যত এগোচ্ছে উজ্জল হচ্ছে সম্ভাবনা। ইপিএলে ওরা এখন টেবিল টপার। নিশ্চিত হয়েছে এফএ কাপ ফাইনাল। তবে সবকিছু ছাপিয়ে সিটিজেনদের দৃষ্টি এখন চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে।
ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট এখনো অরাধ্য ম্যানসিটির। গেলবার স্বপ্নভগ্ন হয় তাদের রিয়াল মাদ্রিদ বাধায়। ভাগ্য এবারও দাঁড় করিয়েছে একই প্রতিপক্ষের সামনে। আগামী ৯ মে রাতে প্রথম লেগে সান্তিয়াগো বার্নব্যুতে মহারণ। তার আগে মহা দুশ্চিন্তা দলের নিউক্লিয়াস কেভিন ডি ব্রুইনার চোট নিয়ে।
ইপিএলে এই বেলজিয়ান মিডফিল্ডার ম্যাজিকে আর্সেনালকে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। দুঃসংবাদ এসেছে সেই ম্যাচ থেকেই। ফুলহ্যামের বিপক্ষে টেবিল টপার হওয়ার খেলায় একাদশের বাইরে ছিলেন ব্রুইনা। রিয়াল ম্যাচের আগে সিটিজেনদের আছে আরও দুই ম্যাচ। প্রতিমুহূর্ত তাকে পেতে অপেক্ষা করবে দল। তবে পেপ গার্দিওলার কাছে নেই কোন সুঃসংবাদ।
ম্যানচেস্টার সিটি কোচ বলেন, ‘ডি ব্রুইনা ভালো অবস্থানে নেই। তার কিছু ইনজুরি আছে এবং সে ভ্রমণ করতে পারবে না। আমি জানিনা ঠিক কত সময়ের জন্য তাকে আমরা মিস করব।’
স্বস্তিতে নেই রিয়াল মাদ্রিদ। লিগ ম্যাচে জিরোনার বিপক্ষে ম্যাচে ছিটকে গেছেন মধ্যমাঠের কারিগর লুকা মদ্রিচ। আলমেরিয়ার বিপক্ষে পাওয়া যায়নি তাকে। লা লিগায় এরপর রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ম্যাচ। তারপর আছে কোপা দেল রে ফাইনাল। এই সব ম্যাচে লুকার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে লিগে ওসাসুনার বিপক্ষে মাঠে নামার আগে ফিট হয়ে উঠবেন মদ্রিচ- এমনটাই জানালেন কোচ কার্লো আনচেলত্তি।
তিনি বলেন, ‘মদ্রিচকে নিয়ে ভালো খবর আছে। এমনটা হতেও পারে যে সে শনিবারের (৬ মে) জন্য প্রস্তুত থাকবে।’
এদিকে লা লিগায় ভালো অবস্থানে নেই রিয়াল মাদ্রিদ। লিগ লিডার বার্সেলোনার চেয়ে বেশ পিছিয়ে তারা। কোপা দেল রে ছাড়াও মাদ্রিদিস্তাদের তীক্ষ্ণ দৃষ্টি চ্যাম্পিয়ন্স লিগের দিকেই।
বাংলাদেশ সময়: ১৪:৫৯:৩৯ ১২৭ বার পঠিত