বিসমিল্লাহির রাহমানির রাহিম:
সূরা মায়েদা
মদীনায় অবতীর্ণ।
আয়াত : ৬৯.৭০; রুকূ : ১৬
১১১. আর যখন আমি হাওয়ারীদেরকে আদেশ করলাম- ‘আমার প্রতি এবং আমার রাসূলের প্রতি ঈমান আন।’ তারা বলল, ‘আমরা ঈমান আনলাম এবং আপনি সাক্ষী থাকুন যে, আমরা পূর্ণ অনুগত।’
১১২. যখন হাওয়ারীরা বললো ‘হে ঈসা ইবনে মারইয়াম! আপনার রব কি এরূপ করতে পারেন যে, আমাদের জন্য আকাশ হতে কিছু খাদ্য ভর্তি খাঞ্চা প্রেরণ করেন?’ ঈসা বললো, ‘আল্লাহকে ভয় কর, যদি তোমরা ঈমানদার হয়ে থাক।’
১১৩. তারা বললো ‘আমাদের উদ্দেশ্য এই যে, আমরা তা থেকে আহার করি এবং আমাদের অন্তর সম্পর্ণ প্রশান্ত হয়ে যায়, আর আমাদের এই বিশ্বাস আরও সুদৃঢ় হয় যে, আপনি আমাদের নিকট সত্য বলেছেন এবং আমরা এর প্রতি সাক্ষ্যদানকারীদের অন্তর্ভুক্ত হই।’
আল হাদিস
অযূ-গোসলে পানি পরিমিত খরচ করা
আনাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। তিনি বলেন: “নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এক সা’ হতে পাঁচ মুদ (কম-বেশী ২৫০০ থেকে ৩১২৫ গ্রাম) পর্যন্ত পানি দিয়ে গোসল এবং এক মুদ (কম-বেশী ৬২৫ গ্রাম) পানি দিয়ে অযূ করতেন।”
[বুখারী: ২০১, মুসলিম: ৭৩৭]
বাংলাদেশ সময়: ০:০৫:২০ ১৩৩ বার পঠিত