বুধবার, ৩ মে ২০২৩

পাহাড়ে অস্ত্র-গুলিসহ অপহরণ চক্রের সদস্য গ্রেপ্তার

প্রথম পাতা » চট্টগ্রাম » পাহাড়ে অস্ত্র-গুলিসহ অপহরণ চক্রের সদস্য গ্রেপ্তার
বুধবার, ৩ মে ২০২৩



পাহাড়ে অস্ত্র-গুলিসহ অপহরণ চক্রের সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে দুই কৃষক অপহরণ মামলায় অভিযুক্ত নুরুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ মে) টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২ মে) রাতে ওই ইউনিয়নের নোয়াখালী জুম্মাপাড়া পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হ্নীলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পানখালী গ্রামের মোস্তফা কামালের ছেলে নুরুল আমিন (৪০)।

পুলিশ জানায়, টেকনাফের বাহারছড়া জাহাজপুরা এলাকা থেকে দুই কৃষক অপহরণের ঘটনা ঘটে। পরে ৩৫ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। পরবর্তীকালে তাদের দেওয়া তথ্যে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে নোয়াখালী জুম্মাপাড়া পাহাড়ি এলাকা থেকে অপহরণকারী চক্রের সদস্য আমিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহরণ কাজে ব্যবহৃত একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, মঙ্গলবার রাতে অপহরণকারী চক্রের সদস্য আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণ চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এ ছাড়া গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৭:১২   ১১৮ বার পঠিত