রাজা তৃতীয় চার্লসের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি

প্রথম পাতা » আন্তর্জাতিক » রাজা তৃতীয় চার্লসের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি
শুক্রবার, ৫ মে ২০২৩



রাজা তৃতীয় চার্লসের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের বিরুদ্ধে বড় আকারের বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে রাজতন্ত্রবিরোধীরা। খবর এবিসি নিউজের।

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক শনিবার (৬ মে)। সেই লক্ষ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে কর্তৃপক্ষের সতর্কতা এবং একটি বিতর্কিত নতুন আইন সত্ত্বেও রাজা চার্লসের রাজ্যাভিষেকের সময় শনিবার লন্ডনে রাজতন্ত্রবিরোধীরা বড় আকারের বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে।

এদিকে নতুন রাজার রাজ্যাভিষেক অনুষ্ঠান উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে লন্ডন পুলিশ। শহরের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে প্রায় ২৯ হাজার পুলিশ সদস্য।

রাজতন্ত্রের বিরোধীরা লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

অনুষ্ঠানে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। সহকারি পুলিশ কমিশনার এ্যাডে এ্যাডেলেকেন বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য, রাজ্যাভিষেক অনুষ্ঠানে আসা সবার শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা। সে কারণেই কেউ কোনো ধরনের ভুল কাজ করলে আমরা সর্বোচ্চ কঠোরতা দেখাতে বাধ্য হব।’

গত বছর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরই সিংহাসনে বসেন ছেলে তৃতীয় চার্লস। তবে রাজ্যাভিষেকের মাধ্যমে এবার আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ সম্রাজ্যের প্রধান ও সেই সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের প্রধানের আসন গ্রহণ করতে যাচ্ছেন চার্লস।

রাজা তৃতীয় চার্লস জানিয়েছেন, তার আমলে কমিয়ে আনা হবে ব্রিটিশ রাজার বেশকিছু ক্ষমতা। আর রাজ্যাভিষেক অনুষ্ঠানের প্রস্তুতিও নেয়া হয়েছে সে অনুযায়ী।

বাংলাদেশ সময়: ১৮:২৭:৫৫   ১১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইসরাইলের সঙ্গে বাণিজ্য ফের চালুর সম্ভাবনা নাকচ তুরস্কের
সাইবেরিয়ায় রেলস্টেশনের ছাদ ধসে নিহত ১৪
কেন কমলার প্রতি ভারতীয় ভোটারদের সমর্থন কম?
লিজ চেনিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, তোপের মুখে ট্রাম্প
লড়াইয়ে রিপাবলিকানদের ‘হাতি’ ও ডেমোক্রেটিক পার্টির ‘গাধা’!
বাংলাদেশ এখন ‘পুরোপুরি বিশৃঙ্খল’, এমন মন্তব্য ট্রাম্পের
নিউইয়র্কে বন্দুক হামলায় ৩ জন নিহত
বাংলাদেশের হাফেজ মুয়াজকে অভিনন্দন জানালেন এরদোয়ান
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার, নিষেধাজ্ঞার হুমকি দক্ষিণের
নতুন হিজবুল্লাহ প্রধানের কাউন্টডাউন ‍শুরু: ইসরাইল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ