আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ - সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ - সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
শুক্রবার, ৫ মে ২০২৩



আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ - সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই আগামী দিনে এ দেশের নেতৃত্ব দিবে। তাদের সুস্হ-সুন্দর জীবন গঠনে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম।
প্রতিমন্ত্রী আজ ঢাকার মোহাম্মদপুরে শারীরিক শিক্ষা কলেজ মাঠে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ঢাকা বিভাগের বিভিন্ন আবাসিক প্রতিষ্ঠানে নিবাসী শিশুদের দু’দিনব্যাপী ঢাকা বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আশরাফ আলী খান বলেন, আজকে এ প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছেন তাদের অধিকাংশই পিতৃ-মাতৃহীন। এদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। তিনি বলেন, প্রতিযোগিতা যেমন আনন্দ দেয়, তেমনি সবার মাঝে ঐক্যের প্রতীক হিসেবে কাজ করে। দৈনন্দিন জীবনে কাজের পাশাপাশি খেলাধুলা অত্যন্ত উপযোগী, এতে শরীর ও মন দুই ভালো থাকে।
ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর এর মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল ও ঢাকা বিভাগীয় সমাজসেবা পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক।
প্রতিযোগিতায় ঢাকা বিভাগের সকল জেলার সরকারি শিশু পরিবারের সদস্যরা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। এর আগে প্রতিমন্ত্রী পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৯:১২:৫৭   ১৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশি-বিদেশি পর্যটকদের কাছে পার্বত্য চট্টগ্রাম এখন মূল আকর্ষণ : সুপ্রদীপ চাকমা
জামালপুরে মসজিদ নিয়ে কোন্দলে লাশ দাফনে বাধা, আতঙ্কে সমাজবাসী
‘তিন বছরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবতা দেখতে চাই’
কিছু রাজনৈতিক দল টাকার লো‌ভে আ.লীগকে ফিরিয়ে আনতে চাইছে
পদক্ষেপ জানিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দেবেন ড. ইউনূস
বেরোবিতে শহীদ আবু সাঈদ চত্বর পরিদর্শন করলেন প্রধান বিচারপতি
বাংলাদেশে ব্যবসা করার অনুমতি পেল স্টারলিংক
এসএসএফ এর সাবেক মহাপরিচালক মো.মজিবুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ
সাতক্ষীরায় ভেজাল দুধ ও ঘিসহ আটক
মানবপাচারে জড়িতদের জবাবদিহির জন্য শক্তিশালী আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ