অবশেষে লিগ চ্যাম্পিয়ন ম্যারাডোনার নাপোলি

প্রথম পাতা » খেলাধুলা » অবশেষে লিগ চ্যাম্পিয়ন ম্যারাডোনার নাপোলি
শুক্রবার, ৫ মে ২০২৩



অবশেষে লিগ চ্যাম্পিয়ন ম্যারাডোনার নাপোলি

ইতালিয়ান ক্লাব নাপোলিতে খেলতেন ফুটবল ঈশ্বর ডিয়াগো ম্যারাডোনা। এই আর্জেন্টাইন কিংবদন্তীর নামের আগে এখন প্রয়াত যোগ হয়েছে। ১৯৯০ সালে যখন শেষবার সিরি ‘আ’ শিরোপা জিতেছিল নাপোলি, তখন দলটার স্কোয়াডে ছিলেন আর্জেন্টাইন এই মহাতারকা। অবশেষে প্রায় তিন দশকের সেই শিরোপা খরা কাটিয়ে উল্লাসের মঞ্চ তৈরি করল গ্লি আজ্জুরিরা।

বৃহস্পতিবার (৪ মে) রাতে ইতালিয়ান সিরি ‘আ’য় উদিনেসের মাঠ দাসিয়া স্টেডিয়াম ১-১ ড্র করে নাপোলি। এই ড্রয়ের ফলে ৩৩ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে তারা। বাকি ম্যাচগুলোতে নাপোলিকে পেছনে ফেলার সুযোগ নেই অন্যদের। ফলে পাঁচ ম্যাচ হাতে রেখেই তৃতীয়বারের মতো লিগ শিরোপা নিশ্চিত করল লুসিয়ানো স্পাল্লেত্তির দল।

এদিন ম্যাচের শুরুতেই গোল হজম করে শঙ্কায় পড়েছিল নাপোলি। ত্রয়োদশ মিনিটেই সান্দি লোভরিচের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। উদোগির ছোট পাস বক্সে প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন তিনি। রেফারি ভিএআর চেক করেও সিদ্ধান্ত অটুট রাখেন।

এতে পিছিয়ে পড়েই বিরতিতে গিয়েছিল নাপোলি। তবে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে সমতায় ফেরে তারা। গোলরক্ষক মার্কো সিলভেস্ত্রি কর্নার ফেরালেও বল গিয়ে পড়ে ভিক্টর ওসিমহেনের পায়ে। জোরাল শটে লক্ষ্যভেদ করেন তিনি।

এতে ম্যাচ শেষ হওয়ার আগেই গ্যালারিজুড়ে ‘আমরাই ইতালির চ্যাম্পিয়ন’ ধ্বনি যেন ছড়িয়ে পড়ছিল গোটা ইতালিতে। উদিনেসের মাঠে এদিন ১০ হাজারের মতো নাপোলি সমর্থক হাজির ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:২২:১০   ১৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ