ধানের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের

প্রথম পাতা » কিশোরগঞ্জ » ধানের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের
শুক্রবার, ৫ মে ২০২৩



ধানের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের

কিশোরগঞ্জে ধানের বাম্পার ফলনের পরও কাঙ্ক্ষিতমূল্যে ধান বিক্রি করতে পারছেন না কৃষকরা। হাট-বাজারে ধানের দাম কম থাকায় প্রতিমণ নতুন ধান বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। আর সিন্ডিকেটের কারসাজিতে সরকারি খাদ্য গুদামে কৃষকরা ধান বিক্রির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে মনে করছে কৃষি বিভাগ।

কিশোরগঞ্জের হাওড়ের মাঠে মাঠে এখন সোনালি ধানের সমারোহ। চলছে ধানকাটা উৎসব। মাঠ থেকে ঘরে ধান তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে ধানের কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ চাষিরা।

কৃষকরা জানান, নানা প্রতিকূলতার পরও এবার কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ধানের ভালো ফলন হয়েছে। কাস্তের পাশাপাশি ধান কাটা হচ্ছে কম্বাইন্ড হারভেষ্টারে। এরই মধ্যে জেলার প্রধান প্রধান হাওড়ের ৮০ ভাগ ধান কাটা শেষ হয়েছে।

এসব ধান মাড়াই করে হাওড়ের প্রবেশদ্বার হিসেবে পরিচিত করিমগঞ্জের চামড়া বন্দর ঘাটে নৌকা করে নেয়া হচ্ছে বিক্রির জন্য। তবে ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশ কৃষক। বাজারে প্রতিমণ নতুন ধান বিক্রি হচ্ছে মাত্র ৮০০ টাকায়।

চাষিরা বলেন, এক মণ ধান উৎপাদনে খরচ হয় ১ হাজার টাকার উপরে। তবে ধান বিক্রি করতে হচ্ছে ৭০০ থেকে ৮০ টাকায়। পাশাপাশি সার, শ্রমিক, পরিবহন খরচ ও ডিজেলসহ অন্যান্য আনুসঙ্গিক সব জিনিসের দাম বাড়তি। এতে লোকসানে পড়তে হচ্ছে।

তবে ব্যবসায়ীরা বলছেন, ভেজা ধান কেনার পর সেই ধান শুকাতে হচ্ছে। তাই বর্তমানে বাজারে ধানের দাম কিছুটা কম।

আর ভালো দাম না পাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ও সিন্ডিকেটের কারসাজিতে সরকারি খাদ্য গুদামে চাষিরা ধান বিক্রির সুযোগ পাচ্ছেন না বলে জানান কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. আব্দুস সাত্তার।

তিনি বলেন, সিন্ডিকেটের কারসাজিতে কৃষকরা সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করতে পারছেন না। এতে একদিকে যেমন কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, উল্টোদিকে লাভবান হচ্ছে ফড়িয়ারা।

জেলায় চলতি বছর এক লাখ ৬৬ হাজার ৪২০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ লাখ ১৬ হাজার ২১০ মেট্রিক টন।

বাংলাদেশ সময়: ১৯:৩৫:১৩   ২৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কিশোরগঞ্জ’র আরও খবর


কিশোরগঞ্জে কৃষক হত্যায় ১৩ জনের যাবজ্জীবন
ইমামদের ২ কোটি ৩১ লাখ টাকা সহায়তা দিল কল্যাণ ট্রাস্ট
কিশোরগঞ্জে ট্র্যাফিক পুলিশ অফিসে অগ্নিকাণ্ড, নথি পুড়ে ছাই
জুলাই-আগস্টে নিহতদের ছাড়া কারও প্রতি দায়বদ্ধতা নেই: জ্বালানি উপদেষ্টা
পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৯ বস্তা টাকা, চলছে গণনা
কিশোরগঞ্জে বাস উল্টে ৭ শ্রমিক আহত
পাগলা মসজিদে ৫ ঘণ্টায় পাওয়া গেল ৪ কোটি ৬১ লাখ টাকা, চলছে গণনা
ভৈরবে নৌকাডুবি: নিখোঁজ ৮ জনেরই মরদেহ উদ্ধার
পার্কে ঘুরতে নিয়ে ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
আমরা উন্নয়নের পথে যেতে চাই: অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ