বাংলাদেশের রাজনীতিতে ‘হস্তক্ষেপ’ করতে চায় না ইইউ: রাষ্ট্রদূত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশের রাজনীতিতে ‘হস্তক্ষেপ’ করতে চায় না ইইউ: রাষ্ট্রদূত
মঙ্গলবার, ৯ মে ২০২৩



বাংলাদেশের রাজনীতিতে ‘হস্তক্ষেপ’ করতে চায় না ইইউ: রাষ্ট্রদূত

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে এর জন্য বাংলাদেশের রাজনীতিতে ইইউ ‘মধ্যস্থতা বা হস্তক্ষেপ’ করতে চায় না বলে জানিয়েছেন রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

মঙ্গলবার (৯ মে) ইউরোপ ডে উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ইইউ রাষ্ট্রদূত।

হোয়াইটলি জানান, যে তারা বাংলাদেশের রাজনীতিতে ‘মধ্যস্থতা বা হস্তক্ষেপ’ করতে আসেননি, তবে পরিস্থিতি বোঝার জন্য তারা এখানকার সব রাজনৈতিক দলের সঙ্গে দেখা করবেন এবং তাদের কথা শুনবেন।

এ সময় বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধি পাঠাতে ইইউ আমন্ত্রণ পেয়েছে বলে জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জুলাইয়ে সার্বিক পরিস্থিতি দেখতে একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে।’

জুলাইয়ে আসা পর্যবেক্ষক দল বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে মতবিনিময়ের ভিত্তিতে প্রতিবেদন দেবে জানিয়ে তিনি বলেন, প্রতিবেদনের ভিত্তিতে নির্ধারণ হবে জাতীয় নির্বাচনের সময় পর্যবেক্ষক দল পাঠাবে কি না ইইউ।

বিএনপির সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিষয়ে আমরা সব দলের সঙ্গেই আলোচনা করছি। বাংলাদেশের জনগণের মতো ইউরোপীয় ইউনিয়নও এ দেশে সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন চায়। যেই নির্বাচন হবে সংঘাতহীন।

ইউরোপ ডে উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত বাণিজ্য, জলবায়ু, শ্রম অধিকারসহ নানা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশের অংশীদারিত্বের কথা তুলে ধরেন। এ সময় ইইউভুক্ত দেশগুলোর কূটনীতিকরা যোগ দেন।

এরআগে, গত ১২ মার্চ ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসভবনে ইউরোপীয় ইউনিয়নের সাত দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে বিএনপির নেতারা। সে সময় বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তারা আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যাবে না।

বাংলাদেশ সময়: ২২:২৭:১২   ১২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রতিশোধ নেব না তবে অপরাধের শাস্তি পেতে হবে: জামায়াত আমীর
মব জাস্টিসের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ সহ নানা দাবিতে ছাত্র সমাবেশ
বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার সুষ্ঠু তদন্তের আহবান রেজাউল করিমের
কোনো অবস্থাতে ৫ আগস্টের অর্জনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না: গিয়াসউদ্দিন
তিন জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু, আহত ২
চলতি বছরের মধ্যে বিআরটি প্রকল্পের কাজ শেষ করার নির্দেশনা উপদেষ্টার
শহিদ শ্রাবণের কবর জিয়ারত করলেন নাহিদ ইসলাম
স্বৈরাচারের প্রেতাত্মাদের চিহ্নিত করে প্রশাসন ঢেলে সাজাতে হবে: তারেক রহমান
মানুষের সংস্কার না হলে কোন সংস্কারেই সুফল হবে না : গণশিক্ষা উপদেষ্টা
উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই - ধর্ম উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ