বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা

প্রথম পাতা » খেলাধুলা » বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা
বৃহস্পতিবার, ১১ মে ২০২৩



বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা

গত ম্যাচে লঙ্কান নারীদের বিপক্ষে ইতিহাস গড়েছিল বাংলাদেশ নারী দল। তবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কোনোরকম প্রতিরোধই গড়তে পারলো না বাংলাদেশের মেয়েরা। শুরুতে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতোই ভেঙ্গে গেছে সফরকারী ব্যাটিং লাইনআপ। অল্প পুঁজিতে বোলাররাও বাড়তি কিছু করতে পারেননি। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় নিগার সুলতানা জ্যোতির দলকে।

সিংহলী স্পোর্টস ক্লাব মাঠে শুরুতে ব্যাটিং করতে নেমে ১৮ ওভার ৩ বল খেলে ১০০ রান তোলে অলআউট হয় বাংলাদেশ। সমান ১৮ রান করে এসেছে শামিমা সুলতানা ও সুবহানা মুস্তারির ব্যাট থেকে। জবাবে ৯ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয়েরভ লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ৭ উইকেটের জয়ে সিরিজ ১-১ এ সমতা ফেরায় লঙ্কানরা।

ছোট লক্ষ্য তারা করতে নেমে উড়ন্ত সূচনা পায় শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে জয়ের ভীত গড়ে দেন দুই ওপেনার চামারি আতাপাত্তু ও বিসমি গুনারত্নে। লঙ্কান অধিনায়ক ২৭ রান করে বিদায় নিলে ভাঙ্গে ৪৩ রানের জুটি। এরপর বিসমিও আর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি।

চারে নেমে নিলাকশি ডি সিলভা এদিন সুবিধা করতে পারেননি। সিলভা ছাড়া উইকেটে আসা বাকি সব লঙ্কান ব্যাটারই এদিন দুই অঙ্ক ছুঁয়েছেন। শেষপর্যন্ত ১৮ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

এর আগে শুরুটা ভালোই করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার শামিমা ও রুবাইয়া হায়দার। ১৬ রান করে রুবাইয়া বিদায় নিলে ভাঙ্গে ২৮ রানের উদ্বোধনী জুটি। এরপর তিনে নেমে ভালো শুরু করেছিলেন সুবহানা মুস্তারী। তবে এই টপ অর্ডার ব্যাটারও থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ১৮ রান।

এই তিন টপ অর্ডার ব্যাটার ছাড়া আর কেউই সুবিধা করতে পারেননি। লঙ্কান বোলারদের সামনে রীতিমতো অসহায় ছিলেন বাংলাদেশি ব্যাটাররা। তাতে ১৮ ওভার ৩ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১০০ রান তুলতে পারে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৫:৩১:৩১   ১১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ