ইনজুরি টাইমের ৯৭ মিনিটে দর্শনীয় হেডে গোল করে জুভেন্টাসকে ইউরোপা লিগের সেমি ফাইনালের প্রথম লেগে সমতায় ফিরিয়েছেন ফেডেরিকো গাটি। বৃহস্পতিবার তুরিনে অনুষ্ঠিত ম্যাচে ১-১ গোলে ড্র করে ক্লাব দুটি।
প্রথমার্ধে গোল করে রেকর্ড ছয় বারের চ্যাম্পিয়নদের এগিয়ে দেন ইউসেফ এন -নেসিরি। তবে ম্যাচের অন্তিম মুহুর্তে গোলটি পরিশোধ করেন গাটি। ম্যাচের ২৬ মিনিটে প্রতিআক্রমন থেকে অসাধারণ বুদ্ধিমত্তায় গোল করে সেভিয়াকে এগিয়ে যেতে সহায়তা করেন মরক্কান আন্তর্জাতিক নেসিরি।
এর আগে যোগ্যতা দেখিয়েই লিড পেয়েছির সেভিয়া। তবে বিরতির পর জুভেন্টাসের খেলার উন্নতি ঘটে। এর সুফল হিসেবে গোলটি পরিশোধ করতে সক্ষম হয় স্বাগতিকরা। ফলে আগামী সপ্তাহের ফলাফলের ভিত্তিতে ফাইনালের যোগ্যতা অর্জন করতে হবে প্রতিদ্বন্দ্বি দল দুটির একটিকে।
অবশ্য সমতাসুচক গোল করতে কর্নার থেকে গাটিকে বলের যোগান দেন বদলী হিসেবে খেলা ফরাসি তারকা পল পগবা। যেটি নিয়ে একেবারে পোস্টের সামনে থেকে বল জালে পাঠিয়ে দেন গাটি। খেলা শেষে সেভিয়ার কোচ হোসে লুইস মেন্ডিলিবার বলেন,‘ ভালো খেলার পরও যেভাবে ম্যাচটি আমরা বিকিয়ে দিয়ে এসেছি তা খুবই লজ্জার। প্রতিটি মুহুর্তেই আমরা থামিয়ে রেখেছিলাম জুভদের। এই সময় আমারদের খেলাও চমৎকার ছিল। এখন বিষয়টি নিয়ে আমাদের ভাবতে হবে। শুধু যে শেষ মুহুর্তের ঘটনার জন্য, তা নয়।’
কোয়ার্টার ফাইনাল থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় করে দিয়ে শেষ চারে পৌঁছানো সেভিয়া কখনো টুর্নামেন্টটির সেমি ফাইনাল থেকে বিদায় নেয়নি। ২০১৪ সালে জুভেন্টাস স্টেডিয়ামে ইউরোপা লিগ জয় করা স্প্যানিশ ক্লাবটি গতকাল ম্যাচের প্রথমার্ধে এই ভেন্যুকেই হোম ভেন্যু বানিয়ে রেখেছিল।
অবশ্য প্রথমার্ধে স্বাগতিকদের এগিয়ে নেয়ার সুযোগ পেয়েছিলেন ডুসান ভøাহোভিচ। তবে তার জোড়ালো শটের বলটি ডাইভ দিয়ে রুখে দেন সেভিয়ার গোলরক্ষক ইয়াসিন বাউনাউ। জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে বলেন,‘ পাল্টা আক্রমনে আমরা ধরা খেয়েছি। কারণ রক্ষণ ও বাঁ প্রান্তে খুব একটা নজর দিইনি। তবে আমরা বেশ ভালোভাবেই পাল্টা লড়াই করেছি এবং প্রাপ্য ড্র অর্জন করেছি। ফলে দ্বিতীয় লেগের জন্য সবকিছুই থেকে গেছে।’
বাংলাদেশ সময়: ১৮:৩৮:৫২ ১২০ বার পঠিত