যে কারণে ক্যারিয়ারসহ সব কিছু ছাড়তে প্রস্তুত প্রিয়াঙ্কা চোপড়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » যে কারণে ক্যারিয়ারসহ সব কিছু ছাড়তে প্রস্তুত প্রিয়াঙ্কা চোপড়া
শনিবার, ১৩ মে ২০২৩



যে কারণে ক্যারিয়ারসহ সব কিছু ছাড়তে প্রস্তুত প্রিয়াঙ্কা চোপড়া

বলিউডে সফল ক্যারিয়ারের পর বর্তমানে হলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। একের পর এক সিনেমা, সিরিজ রয়েছে এই অভিনেত্রীর হাতে। তবে এর সব কিছুই অনায়াসে ছেড়ে দিতে প্রস্তুত প্রিয়াঙ্কা। এমনকি প্রয়োজনে দেশও ছাড়তে রাজি তিনি।

সম্প্রতি অভিনেত্রীর এমন মন্তব্যে বেশ অবাক হয়েছেন প্রিয়াঙ্কার ভক্ত-অনুরাগীরা। হঠাৎ কী কারণে এই কথা বলেছেন? এমন প্রশ্ন ঘোরাফেরা করছে তাদের মনে।

বর্তমানে স্বামী-সন্তান, সংসার নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছেন তিনি। প্রিয়াঙ্কার মনপ্রাণ জুড়ে এখন শুধুই তার কন্যা মালতী মেরি জোনাস। ২০২২ সালে সারোগেসির মাধ্যমে সন্তানের বাবা-মা হন নিক-প্রিয়াঙ্কা।

এরপর থেকে জীবনের রংই যেন বদলে গেছে অভিনেত্রীর। সেই সঙ্গে বদলেছে অগ্রাধিকার এবং গুরুত্ব। কাজের ফাঁকে পুরো সময়টা মেয়েকে দিতে পারলেই মা হিসাবে নিজেকে পরিপূর্ণ মনে করেন প্রিয়াঙ্কা। কিন্তু কাজের চাপে সবসময় পেরে ওঠেন না।

তাই সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘মালতীর জন্য আমার ক্যারিয়ারও ছাড়তে পারি আমি।’

এ প্রসঙ্গে তিনি বলেন, আমাকে বড় করার জন্যও আমার বাবা-মা অনেক স্বার্থত্যাগ করেছেন। বরেলির জীবন ছেড়ে মুম্বাইতে আসা, সবই আমার ভালোর জন্য করেছেন তারা। মাত্র ১৭ বছর বয়সে আমি ক্যারিয়ার শুরু করেছি। বাকি কোনো কিছুকে কখনও এত গুরুত্ব দেইনি।

এখন চল্লিশের কোঠায় এসে, কেউ যদি এখন জানতে চান নতুন করে কী ভাবছেন তিনি? জবাবে অভিনেত্রী জানান, কেউ যদি তাকে বলে, কাজ ছেড়ে দেশ ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে, শুধুমাত্র কন্যার মুখ চেয়ে এই সবকিছুই করতে রাজি তিনি।

সূত্র : আনন্দবাজার

বাংলাদেশ সময়: ১৬:২৫:৪৮   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইনু-পলক-দীপু মনিসহ ৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
প্রতিশোধ নেব না তবে অপরাধের শাস্তি পেতে হবে: জামায়াত আমীর
মব জাস্টিসের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ সহ নানা দাবিতে ছাত্র সমাবেশ
বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার সুষ্ঠু তদন্তের আহবান রেজাউল করিমের
কোনো অবস্থাতে ৫ আগস্টের অর্জনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না: গিয়াসউদ্দিন
তিন জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু, আহত ২
চলতি বছরের মধ্যে বিআরটি প্রকল্পের কাজ শেষ করার নির্দেশনা উপদেষ্টার
শহিদ শ্রাবণের কবর জিয়ারত করলেন নাহিদ ইসলাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ