কার উদ্দেশে ইঙ্গিতপূর্ণ পোস্ট বুবলীর?

প্রথম পাতা » ছবি গ্যালারী » কার উদ্দেশে ইঙ্গিতপূর্ণ পোস্ট বুবলীর?
রবিবার, ১৪ মে ২০২৩



কার উদ্দেশে ইঙ্গিতপূর্ণ পোস্ট বুবলীর?

দেশের সংবাদমাধ্যমে ঢালিউড সুপারস্টার শাকিব খান জানান, বর্তমানে বুবলীর সঙ্গে শাকিবের কোনো সম্পর্ক নেই। এ খবর প্রকাশের পরই তার প্রতিবাদ হিসেবে বুবলী তার ফেসবুকে দীর্ঘ লেখার একটি পোস্ট শেয়ার করেন। শাকিব-বুবলীর এই ঝামেলার আগুনে আবার ঘি ঢেলে দেন খলনায়ক খ্যাত ডিপজলের বক্তব্য। সে বক্তব্যের রেশ ধরে বুবলী আবারও ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন।

এ ঘটনার সূত্রপাত, সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বুবলী প্রসঙ্গে শাকিবের মন্তব্যকে ঘিরে। সংবাদমাধ্যমে শাকিব জানান, বুবলীর সঙ্গে আর কোনো সিনেমায় কাজ করবেন না শাকিব খান। ব্যক্তিজীবনেও তাদের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই।

এই বক্তব্যের প্রতিবাদ হিসেবে বুবলী তার ফেসবুকে দীর্ঘ লেখার একটি পোস্ট শেয়ার করেন। ওই পোস্টে বুবলী দাবি করেন, শাকিবের সঙ্গে তার এখনও সম্পর্ক রয়েছে। কারণ আইনত এখনও তাদের ডিভোর্স হয়নি।

দেশে শাকিব-বুবলী বিতর্ক যখন চলছে ঠিক সেই মুহূর্তে মনোয়ার হোসেন ডিপজল জানান, তার ছবি কোটি টাকার কাবিনে অভিনয়ের পর থেকেই ঢালিউডে একাই রাজত্ব করছেন শাকিব। অনেক অর্থও আছে তার। তাই একাধিক স্ত্রীর খরচ চালানোর সামর্থ্য আছে শাকিবের।

এমন মন্তব্যে রেশ ধরে ডিপজল আরও জানান, মুসলিম রীতি অনুযায়ী শাকিব ৪টি বিয়ে করতে পারে। তাই শাকিবের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা না করাই ভালো।

ডিপজলের এমন মন্তব্যের পরেই বুবলী তার ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন। সে পোস্টে স্পষ্ট করে ডিপজলের মন্তব্যের পালটা জবাব দেননি। বরং জানিয়েছেন নিজের অভিমতকে।

শাড়ি পরে সেজেগুজে গাছের ঢাল ধরে দাঁড়িয়ে বেশকিছু ছবি পোস্ট করে বুবলী ক্যাপশনে লেখেন, খুশি আমাদের নিজেদের ওপরই নির্ভর করে।

আজ রোববার ( ১৪ মে) মা দিবসেও নিজের মা ও ছেলেকে নিয়ে ভক্তদের সঙ্গে ছবি শেয়ার করেছেন বুবলী। ক্যাপশনে জানিয়েছেন, সব মায়ের প্রতি ভালোবাসাও। হঠাৎ ফেসবুকে কাকে নিয়মিত উত্তর দিচ্ছেন বুবলী, তা অবশ্য ধোঁয়াশা হয়েই রয়ে গেছে নেটিজেনদের কাছে।

বাংলাদেশ সময়: ১১:০২:১০   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
প্রতিশোধ নেব না তবে অপরাধের শাস্তি পেতে হবে: জামায়াত আমীর
মব জাস্টিসের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ সহ নানা দাবিতে ছাত্র সমাবেশ
বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার সুষ্ঠু তদন্তের আহবান রেজাউল করিমের
কোনো অবস্থাতে ৫ আগস্টের অর্জনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না: গিয়াসউদ্দিন
তিন জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু, আহত ২
চলতি বছরের মধ্যে বিআরটি প্রকল্পের কাজ শেষ করার নির্দেশনা উপদেষ্টার
শহিদ শ্রাবণের কবর জিয়ারত করলেন নাহিদ ইসলাম
স্বৈরাচারের প্রেতাত্মাদের চিহ্নিত করে প্রশাসন ঢেলে সাজাতে হবে: তারেক রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ