ইসমাইল হোসেন, জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে জোয়ারে যমুনা নদীর পানি বেড়ে যমুনার পূর্ব বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে পড়েছে সরিষাবাড়ী-ভুয়াপুর গামী মহাসড়কসহ বিভিন্ন স্থাপনা। ভাঙ্গন রোধে শীঘ্রই ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। গতকাল সোমবার দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের কাওয়ামারা গ্রামের বটতলা এলাকায় ভাঙ্গনের এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে গিয়ে আরো দেখা যায়, জোয়ারে হঠাৎ করে যমুনা নদীর পানি বেড়ে নদীর বেড়িবাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে। যমুনার এ ভাঙনে পূর্বপাড়ের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ সরিষাবাড়ী-ভুয়াপুর মহাসড়ক ঝুঁকিতে পড়েছে। তীরে বসবাসকারী লোকজন এ নিয়ে দুশ্চিন্তায় আছেন বলে জানান।
স্থানীয়রা জানান শীঘ্রই এ ভাঙনরোধে ব্যবস্থা না নিলে ভরা মৌসুমে ভাঙ্গন আরো তীব্র হয়ে উঠবে। বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলিন হয়ে যাবে। ফলে নদীর পূর্বপাড়ে বসবাসকারীরা আশ্রয়হীন হয়ে পড়বে বলে আশংকা রয়েছে। কাওয়ামারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. কাশেম আলী, পোল্ট্রি খাদ্য ও ঔষুধ ব্যবসায়ী মামুনুর রশিদ মিন্টু, হায়দার আলী দোকানদার, নিজাম উদ্দিন, হারুন দোকানদার, ময়নাল হকসহ অনেকে বলেন, গত কয়েকদিনের জোয়ারে যমুনার পানি বেড়ে গেছে। এতে যমুনার পূর্বপাড়ের কাওয়ামারা এলাকার বটতলা বেড়িবাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে। এতে তাদের বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠাননহ বিভিন্ন স্থাপনা ভাঙ্গনের কবলে পড়ার আশংকা দেখা দিয়েছে। এ ভাঙ্গন তীব্র আকার ধারন করলে সরিষাবাড়ী-ভূয়াপুর মহাসড়ক ভেঙ্গে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়বে।
তাই তারা সংশ্লিষ্ট প্রশাসনকে ভাঙন রোধে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন। এ ব্যাপারে পিংনা ইউপি ৪নং ওয়ার্ড সদস্য জামাল উদ্দিন বলেন, বেড়িবাঁধে ভাঙন বিষয়টি ইউনিয়ন পরিষদে আলোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।
এ বিষয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি নিউজ টু নারায়ানগঞ্জ কে জানান, ভাঙনের বিষয়টি তার জানা ছিল না। ভাঙনের বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৫:৪৯:২৪ ১৮৯ বার পঠিত