মালয়েশিয়ায় বাংলাদেশিসহ অবৈধ ২০ অভিবাসীকে আটক করা হয়েছে। দেশটির মেলাকা রাজ্যের অভিবাসন বিভাগ এ অভিযান চালায়। এদের মধ্যে ১৩ জনকে অতিরিক্ত অবস্থান করা এবং ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
স্থানীয় সময় বুধবার (১৭ মে) সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত আলাদা আলাদা স্থানে অভিযান চালিয়ে এদের বাদে সন্দেহভাজন আরও ৭ জনকে আটক করা হয়েছে।
স্থানীয়দের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী ‘সুইপ অপারেশন’ নামে এ অভিযানটি পরিচালনা করেন।
আটক অভিবাসীদের বয়স ২০ থেকে ৪৮ বছরের মধ্যে। এর মধ্যে ১৭ জন ইন্দোনেশীয়, দুজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশি।
১৭ মে এক বিবৃতিতে মেলাকা রাজ্য ইমিগ্রেশনের পরিচালক অনির্বাণ ফৌজি মোহম্মদ আইনী জানান, রাজ্য অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের চালানো অভিযানের টার্গেট জায়গাগুলোর মধ্যে ছিল ফুড কোর্ট, বিলাসবহুল গাড়ি পরিষ্কারের স্থান এবং বিদেশি কর্মীদের বিভিন্ন আবাসস্থল।
অনির্বাণ ফৌজি বলেন, অভিযানের সময় কেউ কেউ স্থানীয় পরিচয় দিয়ে লুকিয়ে থাকার চেষ্টা করেছিল। কিছু বিদেশি আক্রমণাত্মক আচরণ করেছিল এবং নিজেদের নিরাপত্তার কথা চিন্তা না করেই অভিযানের সময় জীবনের তোয়াক্কা না করে পালানোর চেষ্টা করেছিল।
অভিযানে চিহ্নিত অন্যান্য অপরাধের মধ্যে রয়েছে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ ও অবস্থান, কোনো পরিচয়পত্র না থাকা এবং ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ (অ্যাক্ট-১৫৫)-এর অধীনে অন্যান্য অপরাধ। এতে তদন্তে সহায়তা করার জন্য এবং পরবর্তী পদক্ষেপ নেয়ার জন্য দায়ী নিয়োগকর্তাদের প্রতি মোট নয়টি সাক্ষীর সমনও জারি করা হয়।
বাংলাদেশ সময়: ১১:০৭:৫২ ১২০ বার পঠিত