আরব আমিরাতের লিগ খেলতে পারবেন পাকিস্তানি ক্রিকেটাররা

প্রথম পাতা » খেলাধুলা » আরব আমিরাতের লিগ খেলতে পারবেন পাকিস্তানি ক্রিকেটাররা
শুক্রবার, ১৯ মে ২০২৩



আরব আমিরাতের লিগ খেলতে পারবেন পাকিস্তানি ক্রিকেটাররা

সংযুক্ত আরব আমিরাতে চলতি বছর থেকে শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টি। জাঁকজমক টুর্নামেন্টটির প্রথম আসরে অংশ নেয়নি পাকিস্তানি কোনো ক্রিকেটার। কারণ, প্রায় একই সময়ে আয়োজিত হয়েছিল পাকিস্তান ক্রিকেট লিগের (পিএসএল) সবশেষ আসর।

আইএল টি-টোয়েন্টির সবশেষ আসরে পাকিস্তানি খেলোয়াড়দের বড় অঙ্কে ভেড়াতে চেয়েছিল ফ্র্যাঞ্চাইজি দলগুলো। তবে পিসিবির আপত্তি থাকায় সেটা আর সম্ভব হয়নি। ফখর জামান, আজম খান ও মোহাম্মদ হাসনাইনদের খেলার কথা থাকলেও শেষমেশ তারা নিজেদের প্রত্যাহার করে নেন।

তবে পিসিবির বর্তমান প্রেসিডেন্ট নাজাম শেঠি এবার টুর্নামেন্টটির প্রতি সদয় হয়েছেন। পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পিএসএলের গভর্নিং কাউন্সিলের সাম্প্রতিক মিটিংয়ে পাকিস্তানি ক্রিকেটারদের ছাড় দেয়ার পক্ষে রাজি হয়েছেন দেশটির বোর্ডপ্রধান।

আইএল টি-টোয়েন্টির সবশেষ আসরে চড়া দামে বিক্রি হয়েছেন ক্রিকেটাররা। সর্বোচ্চ ক্যাটাগরির ক্রিকেটারদের দেয়া হয়েছে ৪ লাখ ৫০ হাজার ডলার করে। তবে শাহীন আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো তারকা ক্রিকেটারদের কিনতে নাকি ৯ লাখ ডলারও প্রস্তাব করা হয়েছিল বলে গুঞ্জন আছে গণমাধ্যমে। এমনকি তাদের তিন বছরের চুক্তির প্রস্তাবও নাকি দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো।

পিসিবির বর্তমান কমিটির সঙ্গে আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সম্পর্ক বেশ ভালো। আগামী মৌসুমে পিএসএলের কিছু অংশও নাকি দেশটিতে আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে পিএসএলের ফ্র্যাঞ্চাইজি মালিকরা আবার খেলোয়াড়দের আইএল টি-টোয়েন্টিতে খেলতে দিতে রাজি নন। তাদের ধারণা, এতে পিএসএলের প্রতি আগ্রহ হারাতে পারেন দর্শকরা।

বাংলাদেশ সময়: ১২:৩৩:৪২   ১৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শেষ মুহূর্তের গোলে ইন্দোনেশিয়াকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ
রাফিনিয়া নৈপুণ্যে লা লিগায় প্রত্যাবর্তনের গল্প লিখলো বার্সেলোনা
দুর্দান্ত হামজা, তিন ম্যাচ পর জয় পেল শেফিল্ড
কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে শুভসূচনা বাংলাদেশের
রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে আর্সেনাল
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
ভালো শুরুর পর বিপর্যয়, শেষে নাহিদা-রাবেয়ার প্রতিরোধে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের
ইআরডি ও আইওএম-এর মধ্যে ৫ মিলিয়ন ইউরোর চুক্তি
ঘরের মাঠে জয় পেয়েও বিদায় অ্যাস্টন ভিলার, সেমিতে পিএসজি
চলতি মাসেই শিরোপা পেয়ে যেতে পারে লিভারপুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ