শুক্রবার, ১৯ মে ২০২৩

৪৭ বছরের অপেক্ষার অবসান ওয়েস্টহ্যামের

প্রথম পাতা » খেলাধুলা » ৪৭ বছরের অপেক্ষার অবসান ওয়েস্টহ্যামের
শুক্রবার, ১৯ মে ২০২৩



৪৭ বছরের অপেক্ষার অবসান ওয়েস্টহ্যামের

দীর্ঘ ৪৭ বছর অপেক্ষার পর গতকাল বৃহস্পতিবার ইউরোপীয় কোনো আসরের ফাইনালে পৌঁছেছে ইংলিশ ক্লাব ওয়েস্টহ্যাম। ইউরো কনফারেন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে এজেড আলকমারের বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।

চরম উত্তেজনাপূর্ণ ম্যাচের অন্তিম মুহূর্তে ওয়েস্ট হ্যামের পক্ষে জয়সূচক গোলটি করেন পাবলো ফর্নালস। এই জয়ে আগামী ৭ জুন প্রাগে অনুষ্ঠিতব্য ফাইনালে ফিওরেন্টিনা অথবা এফসি বাসেলের মুখোমুখি হবে ওয়েস্ট হ্যাম। সর্বশেষ ১৯৭৬ সালে ইউরোপের বড় কোনো আসরের ফাইনালে উঠেছিল হ্যামাররা। ফাইনালে আন্ডারলেখটের কাছে হেরে শিরোপা জয়ে ব্যর্থ হয় ওয়েস্ট হ্যাম।

১৯৮০ সালে এফএ কাপের ফাইনালে ট্রেভর ব্রোকিংয়ের গোলে আর্সেনালকে হারানোর পর আর কোন বড় শিরোপা ঘরে তুলতে পারেনি ওয়েস্ট হ্যাম। ২০০৬ সালে এফএ কাপের ফাইনালে লিভারপুলের সঙ্গে ৩-৩ গোলে ড্র করার পর টাইব্রেকারে স্টিভেন জেরার্ডের গোলে পরাজিত হয় ওয়েস্টহ্যাম।

বাংলাদেশ সময়: ১৮:১৭:২৮   ১১৯ বার পঠিত