রাজস্থানের কাছে হেরে পাঞ্জাবের বিদায়

প্রথম পাতা » খেলাধুলা » রাজস্থানের কাছে হেরে পাঞ্জাবের বিদায়
শনিবার, ২০ মে ২০২৩



রাজস্থানের কাছে হেরে পাঞ্জাবের বিদায়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) শুক্রবার রাতের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৪ উইকেটে হেরে এবারের আসর থেকে বিদায় নিয়েছে পাঞ্জাব কিংস। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৭ রান তুলে পাঞ্জাব। জবাবে খেলতে নেমে ২ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় পেয়ে যায় রাজস্থান।

ম্যাচের শুরুতে টস জিতে পাঞ্জাবকে ব্যাট করার আমন্ত্রণ জানান রাজস্থান রয়্যালসের দলনেতা সাঞ্জু স্যামসন। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাঞ্জাবের। ২ রানে প্রভসিমরান ১৭ রানে আউট হন শিখর ধাওয়ান। আর দ্বিতীয় উইকেটে নেমে ১৯ রান করেন অথর্ব তাইডে। লিয়াম লিভিংস্টোনের ব্যাটে আসে মাত্র ৯ রান।

তবে কুরান-জিতেশ-শাহরুখদের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ পেয়ে যায় পাঞ্জাব। কেউ অর্ধশতকের দেখা না পেলেও খেলেছেন ক্যামিও ইনিংস। মাত্র ২৮ বলে ৪৪ রান করেন জিতেশ। আর ৩১ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন কুরান। ২৩ বলে ৪১ রানে মাঠ ছাড়েন শাহরুখ খান।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি রাজস্থানের। ওপেনার বাটলার ৪ বল খেলে কোনো রানই করতে পারেননি। তবে জসস্বি জসওয়াল এবং দেবদূত পাডিক্কাল মিলে ৭৩ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। ৩০ বলে ৫১ রান করে আউট হন পাডিক্কাল। ৩৬ বলে ৫০ রান করেন জসস্বি জসওয়াল।

অধিনায়ক সাঞ্জু স্যামসন মাত্র ২ রান করে আউট হয়ে যান। মিডল অর্ডারে ক্যারিবীয় ব্যাটার শিমরন হেটমায়ার ২৮ বলে ৪৬ রান করে দলের জয়ে মূল ভূমিকা রাখেন। ১২ বলে ২০ রান করেন রায়ান পরাগ। দ্রুব জুরেল ৪ বলে অপরাজিত ১১ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:২২   ১১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


৪২ দিন পর আবারও ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন উত্তর কোরিয়া
এগিয়ে গিয়েও চার গোল হজম করে হারল মার্টিনেজের দল
কোহলি-রোহিতদের জন্য শেষ সুযোগ হতে পারে অস্ট্রেলিয়া সিরিজ
ম্যানসিটির হারের রাতে শীর্ষে উঠল লিভারপুল
১৮ রানের জয়ে সেমিফাইনালে বাংলাদেশ
বাফুফের আর্থিক অনিয়মের অডিট হবে: ক্রীড়া উপদেষ্টা
প্রধান উপদেষ্টার সংবর্ধনা পেলেন নারী ফুটবলাররা
ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে নেই নেইমার ও এন্দরিক
কোটি টাকা পুরস্কার পেলেন নারী ফুটবলাররা
ছাদ খোলা বাসে চ্যাম্পিয়নদের যাত্রা শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ