রাজস্থানের কাছে হেরে পাঞ্জাবের বিদায়

প্রথম পাতা » খেলাধুলা » রাজস্থানের কাছে হেরে পাঞ্জাবের বিদায়
শনিবার, ২০ মে ২০২৩



রাজস্থানের কাছে হেরে পাঞ্জাবের বিদায়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) শুক্রবার রাতের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৪ উইকেটে হেরে এবারের আসর থেকে বিদায় নিয়েছে পাঞ্জাব কিংস। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৭ রান তুলে পাঞ্জাব। জবাবে খেলতে নেমে ২ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় পেয়ে যায় রাজস্থান।

ম্যাচের শুরুতে টস জিতে পাঞ্জাবকে ব্যাট করার আমন্ত্রণ জানান রাজস্থান রয়্যালসের দলনেতা সাঞ্জু স্যামসন। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাঞ্জাবের। ২ রানে প্রভসিমরান ১৭ রানে আউট হন শিখর ধাওয়ান। আর দ্বিতীয় উইকেটে নেমে ১৯ রান করেন অথর্ব তাইডে। লিয়াম লিভিংস্টোনের ব্যাটে আসে মাত্র ৯ রান।

তবে কুরান-জিতেশ-শাহরুখদের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ পেয়ে যায় পাঞ্জাব। কেউ অর্ধশতকের দেখা না পেলেও খেলেছেন ক্যামিও ইনিংস। মাত্র ২৮ বলে ৪৪ রান করেন জিতেশ। আর ৩১ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন কুরান। ২৩ বলে ৪১ রানে মাঠ ছাড়েন শাহরুখ খান।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি রাজস্থানের। ওপেনার বাটলার ৪ বল খেলে কোনো রানই করতে পারেননি। তবে জসস্বি জসওয়াল এবং দেবদূত পাডিক্কাল মিলে ৭৩ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। ৩০ বলে ৫১ রান করে আউট হন পাডিক্কাল। ৩৬ বলে ৫০ রান করেন জসস্বি জসওয়াল।

অধিনায়ক সাঞ্জু স্যামসন মাত্র ২ রান করে আউট হয়ে যান। মিডল অর্ডারে ক্যারিবীয় ব্যাটার শিমরন হেটমায়ার ২৮ বলে ৪৬ রান করে দলের জয়ে মূল ভূমিকা রাখেন। ১২ বলে ২০ রান করেন রায়ান পরাগ। দ্রুব জুরেল ৪ বলে অপরাজিত ১১ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:২২   ১২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ