শান্তি প্রতিষ্ঠায় পাঁচ বাংলাদেশি পেলেন জাতিসংঘের ‘দ্যাগ হ্যামারশোল্ড’ পদক

প্রথম পাতা » আন্তর্জাতিক » শান্তি প্রতিষ্ঠায় পাঁচ বাংলাদেশি পেলেন জাতিসংঘের ‘দ্যাগ হ্যামারশোল্ড’ পদক
শুক্রবার, ২৬ মে ২০২৩



শান্তি প্রতিষ্ঠায় পাঁচ বাংলাদেশি পেলেন জাতিসংঘের ‘দ্যাগ হ্যামারশোল্ড’ পদক

শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী ৫ বাংলাদেশিকে ‘দ্যাগ হ্যামারশোল্ড’ পদক দিয়ে সম্মানিত করেছে জাতিসংঘ।

শুক্রবার (২৬ মে) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এ তথ্য জানায়।

জাতিসংঘ সদরদপ্তরে বৃহস্পতিবার (২৫ মে) আয়োজিত এক অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিবের কাছ থেকে বাংলাদেশের পক্ষে এই পদক গ্রহণ করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত।

অনুষ্ঠানে ২০২২ সালে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে কর্তব্যরত অবস্থায় ৩৯টি দেশের নিহত ১০৩ জন শান্তিরক্ষীকে তাদের সর্বোচ্চ ত্যাগের জন্য এই পদক দেওয়া হয়।

পদক পাওয়া পাঁচ বাংলাদেশি হলেন- সুদানের আবেইতে ইউএনএসএফএ মিশনের সার্জেন্ট মোহাম্মদ মনজুর রহমান, দক্ষিণ সুদানের ইউএনএমএসএস মিশনের ল্যান্স করপোরাল কফিল মজুমদার, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের এমএনইউএসসিএ মিশনের সৈনিক মোহাম্মদ শরিফ হোসেন, সৈনিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সৈনিক মোহাম্মদ জসীম উদ্দীন।

জীবন উৎসর্গকারী শান্তিরক্ষীদের পক্ষে পদক গ্রহণের পর সাধারণ পরিষদ হলে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রদূত মুহিত। শোকবার্তায় তিনি শান্তিরক্ষায় জীবনদানকারী সব শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং অপূরণীয় এ ক্ষতির জন্য তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশের প্রায় ৭ হাজার ৫০০ জন শান্তিরক্ষী বিশ্বের ৯টি মিশনে কর্তব্যরত রয়েছেন। দায়িত্বরত অবস্থায় এ পর্যন্ত ১৬৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী জীবন উৎসর্গ করেছেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:২১   ১১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইসরাইলের সঙ্গে বাণিজ্য ফের চালুর সম্ভাবনা নাকচ তুরস্কের
সাইবেরিয়ায় রেলস্টেশনের ছাদ ধসে নিহত ১৪
কেন কমলার প্রতি ভারতীয় ভোটারদের সমর্থন কম?
লিজ চেনিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, তোপের মুখে ট্রাম্প
লড়াইয়ে রিপাবলিকানদের ‘হাতি’ ও ডেমোক্রেটিক পার্টির ‘গাধা’!
বাংলাদেশ এখন ‘পুরোপুরি বিশৃঙ্খল’, এমন মন্তব্য ট্রাম্পের
নিউইয়র্কে বন্দুক হামলায় ৩ জন নিহত
বাংলাদেশের হাফেজ মুয়াজকে অভিনন্দন জানালেন এরদোয়ান
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার, নিষেধাজ্ঞার হুমকি দক্ষিণের
নতুন হিজবুল্লাহ প্রধানের কাউন্টডাউন ‍শুরু: ইসরাইল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ