এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট হাতে মুগ্ধতা ছড়িয়েছেন ২১ বছর বয়সী যশস্বী জয়সওয়াল। আসরে একটা সময় পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে থাকা এ ক্রিকেটারকে তাই মূল্যায়ন করতে দেরি করেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
আগামী জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে হতে যাওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ভারতের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। এ তরুণকে অবশ্য নেয়া হয়েছে রুতুরাজ গায়কোয়াডের বদলি স্ট্যান্ড-বাই হিসেবে।
তবে প্রশ্ন থাকতে পারে, টি-টোয়েন্টি মাতিয়ে কেন টেস্টে জয়সওয়াল। উত্তরটা মিলবে তার ঘরোয়া ক্রিকেটের পরিসংখ্যানে। প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৬ ইনিংসে ৮০.২১ গড়ে ১৮৪৫ রান করেছেন তিনি। যেখানে ৯টি সেঞ্চুরির পাশাপাশি আছে ২টি হাফসেঞ্চুরির ইনিংস। সর্বোচ্চ স্কোর ২৬৫ রান।
জয়সওয়াল অবশ্য বিসিসিআইকে তার প্রতি নজর দিতে বাধ্য করেছেন এবারের আইপিএলের পারফরম্যান্স দিয়ে। রাজস্থান রয়্যালসের হয়ে যেখানে ১৪ ইনিংসে ৫ ফিফটি ও ১ সেঞ্চুরিতে তিনি ৪৮ গড়ে করেছেন ৬২৫ রান। স্ট্রাইকরেটটাও ছিল দুর্দান্ত (১৬৩)।
এর আগে ভারতের নির্বাচকরা মূল স্কোয়াডের সঙ্গে তিনজন ক্রিকেটারের নাম স্ট্যান্ড-বাই হিসেবে ঘোষণা করেছিল। সূর্যকুমার যাদব, মুকেশ কুমারের সঙ্গে সে তালিকায় ছিলেন রুতুরাজ। তবে আইপিএলের ঠিক পরেই বিয়ের পিঁড়িতে বসবেন চেন্নাই সুপার কিংসের তারকা ওপেনার। জুনের ৩-৪ তারিখে বসতে চলেছে তার বিয়ের আসর। যার কারণে তার বদলি হিসেবে জয়সওয়ালকে বেছে নেন নির্বাচকরা।
এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, জয়সওয়াল ভারতীয় দলের সঙ্গে যোগ দেবে, কেননা গায়কোয়াড বিয়ের জন্য দলের সঙ্গে যথাসময়ে ইংল্যান্ডে যেতে পারবে না। ৫ তারিখের পর যদিও সে দলের সঙ্গে যোগ দিতে পারত, তবে কোচের সিদ্ধান্তে নির্বাচকরা বদলি ক্রিকেটার বেছে নিয়েছে।
আগামী ৭ থেকে ১১ জুন ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে ভারত।
ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, কেএস ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট ও ইশান কিষান (উইকেটরক্ষক)।
স্ট্যান্ড-বাই: মুকেশ কুমার, যশস্বী জয়সওয়াল ও সূর্যকুমার যাদব।
বাংলাদেশ সময়: ১৫:৫৯:৩৮ ১১০ বার পঠিত