আইপিএলের ফাইনালে আজও বৃষ্টি হতে পারে?

প্রথম পাতা » খেলাধুলা » আইপিএলের ফাইনালে আজও বৃষ্টি হতে পারে?
সোমবার, ২৯ মে ২০২৩



আইপিএলের ফাইনালে আজও বৃষ্টি হতে পারে?

বৃষ্টির কারণে মাঠে গড়াতে পারেনি আইপিএলের ১৬তম আসরের ফাইনাল ম্যাচটি। যার কারণে অতিরিক্ত দিনে খেলা গড়িয়েছে। সেখানেও হানা দিতে পারে বেরসিক বৃষ্টি। তবে সে সম্ভাবনা খুব কম।

সোমবার (২৯ মে) রাত ৮টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের ১৬তম আসরের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স। নির্ধারিত ২৮ মে খেলা না হওয়ায় রিজার্ভ ডে-তে খেলা নেয়া হয়েছে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ক্রিকেটভক্তদের জন্য সুখবর দিয়েছে। আজ গুজরাটের আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা কম। দিনের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকবে বলে জানিয়েছে গুগল। এ দিকে ওয়েদার ডট কম বলছে, রাত ১১টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। এ সময়ের আগে ৬ থেকে ৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে বলেও জানা গেছে।

গুজরাট ভারতের একটি অন্যতম তাপপ্রবণ এলাকা। এখানে বৃষ্টির সম্ভাবনা কম থাকে। রোববারের বৃষ্টিকে অমৌসুমি বৃষ্টি বলছে দেশটির গণমাধ্যম। তবে ফাইনাল ম্যাচে যে বৃষ্টি হতে পারে, সে পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া মাধ্যম।

এদিকে সোমবারও যদি বৃষ্টি হয় এবং খেলা মাঠে না গড়ায়, তাহলে পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকা গুজরাটকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। তাতে ব্যাক টু ব্যাক শিরোপা ছোঁয়ার অভিজ্ঞতা হবে হার্দিক পান্ডিয়া বাহিনীর। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি বঞ্চিত হবেন দলকে পঞ্চম শিরোপা জেতানোর সুযোগ থেকে। তবে ভক্তরা মুখিয়ে রয়েছেন মাঠের খেলা দেখার জন্য।

বাংলাদেশ সময়: ১০:৪৩:৪১   ১০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ