না ফেরারা দেশে চলে গেলেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি তারকা জর্জ মাহারিস। বুধবার (২৪ মে) মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৪।
দীর্ঘদিন ধরেই হেপাটাইটিসে ভুগছিলেন জর্জ। ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের নিজ বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন জর্জ। সোশ্যাল মিডিয়ায় অভিনেতার বন্ধু এবং সহকর্মী মার্ক বাহান তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
জানা গেছে, ছোটবেলা থেকেই হেপাটাইটিসের সঙ্গে পাঞ্জা লড়ছিলেন জর্জ। এমনকি এ রোগের জন্য একাধিকবার হাসপাতালে ভর্তিও হতে হয়েছিল এই অভিনেতাকে। শুধু তা-ই নয়, এই অসুস্থতার কারণেই তৃতীয় সিজনের পর ‘রুট ৬৬’ শো-টি ছেড়ে বেরিয়ে এসেছিলেন তিনি।
৬০-এর দশকে রীতিমতো সবার হার্টথ্রব হয়ে উঠেছিলেন জর্জ। নিজের অভিনয়গুণে আমেরিকার যুবকদের আইকন হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘রুট ৬৬’ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন জর্জ।
এ ছাড়াও গায়ক হিসেবেও বেশ জনপ্রিয় ছিলেন এই তারকা। একাধিক পপ মিউজিক অ্যালবাম রয়েছে তার। তবে নিউইয়র্কেই তার জন্ম হলেও মা-বাবা ছিলেন গ্রীক অধিবাসী। জর্জ সাত ভাই-বোনের সঙ্গে হেলস কিচেনে বড় হয়েছেন।
সূত্র : দ্য নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ সময়: ১৫:৫১:৫৯ ১০৬ বার পঠিত