প্রায় দু’মাসের ম্যারাথন ক্রিকেটযজ্ঞের পর্দা নামল অবশেষে। বৃষ্টি বাধায় প্রায় আড়াই দিনে গড়ানো আইপিএলের শ্বাসরুদ্ধকর ফাইনালে গুজরাট টাইটান্সকে হারিয়ে পঞ্চম শিরোপা জিতে নিয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস।
এবারের আইপিএলকে অনেক দিক থেকেই সেরা বলা হচ্ছে। প্রায় প্রতি ম্যাচেই দেখা গেছে টান টান উত্তেজনা। আইপিএল মঞ্চে নিজেদের নতুন করে চিনিয়েছেন যশস্বী জয়সওয়াল, রিংকু সিং ও আকাশ মাধওয়ালরা। এছাড়া শুভমান গিলের অবিশ্বাস্য ফর্মের সাক্ষী হলো ক্রিকেট দুনিয়া। তবে সব ছাপিয়ে যেন শেষটা পূর্ণতা পেয়েছে ধোনির শিরোপা জয়ে। অবসর নিয়ে ধোঁয়াশা রেখে দিলেও ধরে নেওয়া হচ্ছে গতকালই (সোমবার) শেষ আইপিএল ম্যাচ খেলে ফেলেছেন সিএসকে অধিনায়ক!
এদিকে, জনপ্রিয়তার পাশাপাশি অর্থের দিক থেকেও বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোর মধ্যে এগিয়ে আইপিএল। এমনকী আইপিএলের মতো টুর্নামেন্ট আন্তর্জাতিক ক্রিকেটের ধারা বদলে দিচ্ছে বলেই মত অনেকের। অন্তত প্রাইজমানির দিক দিয়ে আইসিসির টুর্নামেন্টকে টক্কর দিচ্ছে আইপিএল। গত অক্টোবর-নভেম্বরে হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএলের অর্থমূল্য (প্রাইজমানি) তেমনটাই ইঙ্গিত দিচ্ছে।
এ মৌসুমে মোট ৪৬ কোটি ৫০ লাখ রুপি অর্থ পুরস্কার দিয়েছে বিসিসিআই। টাকার অঙ্কে যেটি ৬০ কোটি ৩৭ লাখ। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির প্রাইজমানি ছিল ৫৬ লাখ ডলার, টাকার অঙ্কে যেটি ৬০ কোটি সাড়ে ৩ লাখ।
এবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস পেয়েছে ২৫ কোটি ৯৪ লাখ টাকা, রানার্সআপ গুজরাট টাইটান্স পেয়েছে ১৬ কোটি ৮৬ লাখ টাকা। এ ছাড়া প্লে-অফে ওঠা বাকি দু’দলের জন্যও থাকছে প্রাইজমানি। তৃতীয় স্থানে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স পেয়েছে ৯ কোটি ৭ লাখ। এছাড়া চতুর্থ হয়ে শেষ করা লখনৌ সুপার জায়ান্টস ৮ কোটি ৯৭ লাখ জিতেছে।
ব্যক্তিগত ক্যাটাগরিতে একাই চার পুরস্কার জিতেছেন গুজরাটের শুভমান গিল। ১৭ ম্যাচে ৫৯.৩৩ গড় ও ১৫৭.৮০ স্ট্রাইক রেটে ৮৯০ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন তিনি। এবারের আইপিএলে সবচেয়ে বেশি ৮৫টি চার মেরেছেন শুভমান। এছাড়া আরও দুটি পুরস্কার উঠেছে তরুণ ওপেনারের হাতে। এই মৌসুমের ‘গেম চেঞ্জার’ এবং ‘সবচেয়ে মূল্যবান ক্রিকেটারে’র পুরস্কারও তিনিই পেয়েছেন। চার ক্যাটাগরিতে সবমিলিয়ে শুভমান পেয়েছেন প্রায় ৫২ (৪০ লাখ রুপি) লাখ টাকা।
এবারের আসরে ১৭ ম্যাচে ২৮টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক গুজরাটের পেসার মোহাম্মদ শামি। নএমন কীর্তির জন্য শামি পেয়েছেন প্রায় ১৩ লাখ টাকা।
২০২৩ আইপিএলের উঠতি প্রতিভা (ইমার্জিং প্লেয়ার) হয়েছেন যশস্বী জয়সওয়াল। ১৪ ম্যাচে ৬২৫ রান করা এই তরুণ ক্রিকেটার ইতোমধ্যে ভারতীয় দলেও ডাক পেয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দলে সুযোগ পেয়েছেন জয়সওয়াল। তিনিও পেয়েছেন প্রায় ১৩ লাখ টাকা।
এছাড়া আইপিএলের সবচেয়ে ভাল স্ট্রাইকরেটের পুরস্কার পেয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গ্লেন ম্যাক্সওয়েল। গোটা প্রতিযোগিতায় তিনি ১৮৩ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন। সবচেয়ে লম্বা ছক্কা মারার পুরস্কার পেয়েছেন তারই বেঙ্গালুরু সতীর্থ ও অধিনায়ক ফাফ ডু প্লেসি। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে তিনি ১১৫ মিটার লম্বা ছক্কা মেরেছিলেন। ম্যাক্সওয়েল-ডু প্লেসি দু’জনেই ১৩ লাখ টাকা করে পেয়েছেন।
প্রতিযোগিতার সেরা ক্যাচের পুরস্কার পেয়েছেন গুজরাটের আফগান লেগ-স্পিনার রশিদ খান। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে তার নেওয়া ক্যাচ সেরা বিবেচিত হয়েছে। যার কল্যাণে তিনিও পেয়েছেন ১৩ লাখ টাকা। এছাড়া এবারের আইপিএলের ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে দিল্লি ক্যাপিটালস। যথাক্রমে সেরা মাঠ ও পিচের পুরস্কার পেয়েছে কলকাতার ইডেন গার্ডেন্স ও মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম।
বাংলাদেশ সময়: ১২:১৯:৪৮ ১১১ বার পঠিত