ফাইনালে গোল করে মেসির পাশে দিবালা

প্রথম পাতা » খেলাধুলা » ফাইনালে গোল করে মেসির পাশে দিবালা
বৃহস্পতিবার, ১ জুন ২০২৩



ফাইনালে গোল করে মেসির পাশে দিবালা

শঙ্কা ছিল তাকে মাঠে নামানো নিয়ে। কারণ, ইনজুরিতে ভুগছিলেন রোমার আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। তবে বুধবার (৩১ মে) হাঙ্গেরির বুদাপেস্টে হওয়া ফাইনালে খেলেছেন তিনি। শুধু খেলেনই-নি, গোলও করেছেন সাবেক য়্যুভেন্তাস তারকা। আর সেভিয়ার বিপক্ষে ফাইনালে গোল করেই মেসির পাশে নিজের নাম বসালেন দিবালা।

ইউরোপা লিগের ফাইনালে রোমাকে টাইব্রেকারে হারিয়ে সপ্তম শিরোপা হাতে নিয়েছে স্প্যানিশ ক্লাব সেভিয়া। দিবালার গোলে পিছিয়ে পড়ার পর, দ্বিতীয় হাফে মানচিনির আত্মঘাতী গোলে সমতায় ফেরে সেভিয়া। এরপর টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জিতে শিরোপার উল্লাস করে স্পেনের ক্লাবটি। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের স্পটটাও নিশ্চিত করেছে তারা।

এদিকে রোমা হতাশায় ভুগলেও একটি রেকর্ডে নাম লিখিয়েছেন পাওলো দিবালা। ২০১১ সালে মেসির পর প্রথম আর্জেন্টাইন ফুটবলার হিসেবে ইউরোপের কোনো ক্লাব টুর্নামেন্টের ফাইনালে গোল করলেন দিবালা।

২০১১ সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোল করেছিলেন লিওনেল মেসি। সেবার ম্যানইউকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সেলোনা। এরপর থেকে টানা ১১ মৌসুম কোনো আর্জেন্টাইন ইউরোপিয়ান টুর্নামেন্টের ফাইনালে গোল করতে পারেননি।

এদিকে ইউরোপের কোনো টুর্নামেন্টের ফাইনালে এর আগে হারেননি রোমা কোচ হোসে মরিনহো। তবে এবার আর সেভিয়ার সঙ্গে পারেনি তার দল রোমা। হারের বিষয়টি হয়তো ঠিক মানতে পারেননি পর্তুগিজ কোচ। তাইতো রানার্সআপের মেডেলটা আর নিজের কাছে রাখেননি। পুরস্কারটা পেয়ে ছুড়ে মেরেছেন গ্যালারির দিকে।

বাংলাদেশ সময়: ১২:২৮:৪৭   ১৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শেষ মুহূর্তের গোলে ইন্দোনেশিয়াকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ
রাফিনিয়া নৈপুণ্যে লা লিগায় প্রত্যাবর্তনের গল্প লিখলো বার্সেলোনা
দুর্দান্ত হামজা, তিন ম্যাচ পর জয় পেল শেফিল্ড
কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে শুভসূচনা বাংলাদেশের
রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে আর্সেনাল
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
ভালো শুরুর পর বিপর্যয়, শেষে নাহিদা-রাবেয়ার প্রতিরোধে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের
ইআরডি ও আইওএম-এর মধ্যে ৫ মিলিয়ন ইউরোর চুক্তি
ঘরের মাঠে জয় পেয়েও বিদায় অ্যাস্টন ভিলার, সেমিতে পিএসজি
চলতি মাসেই শিরোপা পেয়ে যেতে পারে লিভারপুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ