নারী ক্রিকেটারদের জন্য বিপিএল আয়োজন করবে বিসিবি!

প্রথম পাতা » খেলাধুলা » নারী ক্রিকেটারদের জন্য বিপিএল আয়োজন করবে বিসিবি!
বৃহস্পতিবার, ১ জুন ২০২৩



নারী ক্রিকেটারদের জন্য বিপিএল আয়োজন করবে বিসিবি!

২০১২ সালে শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এরপর তো বিপিএলের নয়টি মৌসুম মাঠে গড়িয়েছে। গত এক দশকে ছেলেদের ক্রিকেটে উন্নতির পেছনে ফ্র্যাঞ্চাইজি এই লিগের বড় একটা অবদান আছে। তাই নারী ক্রিকেটারদের জন্য এবার বিপিএল আয়োজনের করার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (৩১ মে) বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল একথা জানিয়েছেন। তিনি বলেন, ‘এখন এই প্রশ্নটা বিভিন্নভাবেই হচ্ছে। অনেকেরই আগ্রহ দেখা যাচ্ছে। এই আগ্রহ যদি অব্যাহত থাকে হয়তো ২-১ বছরের মধ্যে বাংলাদেশে নারী বিপিএল শুরু হবে।’

বিশ্ব ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। যার ফলে ২০২১ সালের এপ্রিলে টেস্ট স্ট্যাটাস পেয়েছে টাইগ্রেসরা। কিন্তু এখনও কোনো টেস্ট ম্যাচ খেলেনি বাংলাদেশ নারী দল। তাই ঘরোয়াতে সাদা পোশাকের ক্রিকেট যুক্ত করার সঙ্গে বয়সভিত্তিক দলেও কার্যক্রম বাড়িয়েছে বিসিবি।

নাদেল বলেন, ‘বিগত কিছু দিনে আমরা প্রচুর টুর্নামেন্ট শুরু করেছি। বয়সভিত্তিক ক্রিকেট, বিভাগীয় পর্যায়ে টুর্নামেন্ট…আমরা স্কুল ক্রিকেট শুরু করতে যাচ্ছি। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আমাদের আক্ষেপ ছিল আমরা দীর্ঘ সংস্করণের ক্রিকেটে খেলছি না। এবার সেটা কেটেছে। চারটি দল নিয়ে আমরা দুই দিনের ম্যাচের টুর্নামেন্ট শুরু করেছি।’

বর্তমানে আন্তর্জাতিক অঙ্গণে পুরুষ দলের ক্রিকেট বেশ এগিয়ে গেছে। সেই তুলনায় নারী ক্রিকেটর অগ্রযাত্রা বেশ পিছিয়ে রয়েছে। তবে এখন পুরুষ দলের তুলনায় নারী দলের কার্যক্রম কোনো অংশে কম নয় দাবি করেছেন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই সংস্থার পরিচালক।

তিনি আরও বলেন, ‘খুলনায় যেটা হলো। আগামী বছর বা পরবর্তীতে যেটা করব, সেখানে হয়তো দলের সংখ্যা বাড়তে পারে এবং টুর্নামেন্টের ব্যাপ্তিও বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে। এই কারণে এখন কিন্তু নারী ক্রিকেট, আগের ওই এক-দুইটা টুর্নামেন্ট বা দুই-একটা সফরের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের কার্যক্রম এখন কোনো অংশের কম নয়।’

বাংলাদেশ সময়: ১২:৩৯:৫৬   ১১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ