দত্তক নেওয়ার পর শুনতে হয়েছে, ওরা আমার গোপন সন্তান : রাভিনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » দত্তক নেওয়ার পর শুনতে হয়েছে, ওরা আমার গোপন সন্তান : রাভিনা
বৃহস্পতিবার, ১ জুন ২০২৩



দত্তক নেওয়ার পর শুনতে হয়েছে, ওরা আমার গোপন সন্তান :  রাভিনা

বিয়ে না করে কিংবা গর্ভধারণ না করেও সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। শুধু এই অভিনেত্রীই নয়, তারই মতো একইভাবে বিয়ের আগেই সন্তানের মা হয়েছিলেন অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। দুই মেয়ের দত্তক নেন তিনি।

সালটা ছিল ১৯৯৫। মাত্র ২১ বছর বয়সেই দুই মেয়ে পূজা ও ছায়াকে দত্তক নেন রাভিনা। সেসময় তার ওই দুই মেয়ের বয়স ছিল ১১ এবং ৮ বছর।

মেয়েদের দত্তক নেওয়ার পরে কম আলোচনা-সমালোচনার মুখে পড়েননি এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে বিষয়েই মুখ খুলেছেন তিনি।

রাভিনা বলেন, ‘আপনি যেটাই করুন না কেন, আলোচনা, সমালোচনা হবেই। সেসময় পূজা ও ছায়াকে বলা হতো আমার লুকানো সন্তান। বলা হয়েছে, ওরা আসলেই আমার গর্ভে জন্মেছে, কিন্তু আমি লুকিয়ে রেখেছিলাম।’

এই অভিনেত্রীর প্রশ্ন, ‘আমার বয়স যখন ২১ তখন আমি ওদের দত্তক নেই, আর ওদের বয়স ছিল একজনের ১১ অন্যজনের ৮ বছর। তাহলে এবার বলুন, আমি ওদের জন্মটা কোন বয়সে দিতে পারি?’

রাভিনা বলেন, ‘আমাকে বলা হতো, কে আর আমাকে বিয়ে করবে? কারণ, আমি যে পুরো দলবল নিয়ে থাকি। আমার মেয়েরা, বিড়াল, কুকুর…। তখন আমি বলেছিলাম, আমাকে যে ভালোবাসবে, এদেরকেও গ্রহণ করবে। অনিল থাডানি সঙ্গে যখন প্রেম শুরু করি, তখন এটাই একমাত্র শর্ত ছিল যা আমার স্বামী রেখেছেন। আমি আমার পুরো দলবল নিয়েই ওর বাড়িতে গিয়ে উঠি।’’

পূজা ও ছায়াকে দত্তক নেওয়ার সিদ্ধান্তের বিষয়ে রাভিনা বলেন, ‘যখন আমি প্রাপ্তবয়স্ক হলাম, তখন দেখি আমার কাজিনের সন্তানেরা কীভাবে জীবনযাপন করছে। দুর্ভাগ্যক্রমে, ওদের বাবা-মা বেঁচে ছিল না। তাই আমি ভাবলাম, দুটি শিশু যাদের আমি আমার সামনে জন্মাতে দেখেছি, তাদের তো আরও ভালো জীবন দিতেই পারি। তাই যে মুহূর্তে আমি ২১ বছর হলাম, ওদের আইনি অভিভাবক হয়ে গেলাম।’

প্রসঙ্গত, অনিল থাডানিকে বিয়ে করার পর দুই সন্তানের জন্ম দেন রাভিনা. ছেলের নাম রাখেন রণবীরবর্ধন আর মেয়ের নাম রাশা। রাভিনার দত্তক দুই কন্যা এখন বিবাহিত, তারাও এখন মা হয়ে গেছেন এবং রবিনার সঙ্গে নিয়মিত যোগযোগ রাখছেন।

বাংলাদেশ সময়: ১২:৪৭:১৯   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


“জনগণের আকাঙ্ক্ষা পূরণ অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় চ্যালেঞ্জ”-স্থানীয় সরকার উপদেষ্টা
আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ এড়ালো দক্ষিণ আফ্রিকা
ফের অস্থিরতা আশুলিয়ায়, ৫১ কারখানা বন্ধ
পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চায় বাংলাদেশ
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ‘বৃহত্তর যুদ্ধ’ ঠেকাতে ‘কঠোর চাপ দিচ্ছে’: বাইডেন
অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা: ডিএমপি
সব মেট্রোপলিটন এলাকার বাসে ছাত্রদের ‘হাফ ভাড়া’ সপ্তাহে ৭ দিন
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাত
শীর্ষ মার্কিন প্রযুক্তি নেতাদের সঙ্গে বৈঠক করলেন মোদি
রিমান্ড শেষে কারাগারে মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও শাহরিয়ার কবির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ