ষষ্ঠ হয়ে এশিয়া কাপ শেষ করল বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » ষষ্ঠ হয়ে এশিয়া কাপ শেষ করল বাংলাদেশ
বৃহস্পতিবার, ১ জুন ২০২৩



ষষ্ঠ হয়ে এশিয়া কাপ শেষ করল বাংলাদেশ

বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার। কিন্তু দক্ষিণ কোরিয়ার সঙ্গে হেরে সেই সুযোগ হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল হকি দল। সেমির লড়াইয়ে জায়গা না পাওয়ার পর এবার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে হারল লাল-সবুজের দল। তাতে ষষ্ঠ হয়ে এশিয়া কাপ হকির মিশন শেষ করল মামুন-উর-রশিদের শিষ্যরা।

বৃহস্পতিবার (১ জুন) ওমানের সালালায় পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে ৫-১ গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচের প্রথম কোয়ার্টারেই বাংলাদেশ ৩-০ গোলে পিছিয়ে পড়েছিল। জাপানের তানাকা দু’টি গোল করে প্রথম কোয়ার্টারেই জয়ের ভিত গড়ে দেন। দ্বিতীয় কোয়ার্টারে আরেকটি গোল হজম করে বাংলাদেশ। তবে তৃতীয় কোয়ার্টারে আর কোনো গোল হয়নি।

চতুর্থ কোয়ার্টারে আলীর পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশ একটি গোল পরিশোধ করে। তবে সেটা শুধু ব্যবধান কমিয়েছে মাত্র। মাতসুজাকির গোলে ৫-১ স্কোরলাইনে জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান। পঞ্চম হওয়ার লড়াইয়ে এর আগে থাইল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। তবে জাপানের বিপক্ষে আর পেরে উঠেনি মামুনের শিষ্যরা।

জুনিয়র বিশ্বকাপে এশিয়ার তিনটি দল সুযোগ পায়। তবে এবার স্বাগতিক হিসেবে মালয়েশিয়া সরাসরি সুযোগ পাওয়ায় মোট চার দল খেলবে এশিয়ার। বাংলাদেশের লক্ষ্য ছিল সেরা তিনে থেকে প্রতিযোগিতায় জায়গা করে নেয়া। কিন্তু লক্ষ্যপূরণে ব্যর্থ হয় দল। মালয়েশিয়া টুর্নামেন্টের সেমিফাইনালে উঠায় বাকি তিন সেমিফাইনালিস্ট দেশের বিশ্বকাপ নিশ্চিত হয়ে যায়।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:০৬   ১১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ
২-১ গোলের জয়ে বছর শেষ করল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ