দেশের ২২ প্রেক্ষাগৃহে চলছে ‘সুলতানপুর’

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের ২২ প্রেক্ষাগৃহে চলছে ‘সুলতানপুর’
শুক্রবার, ২ জুন ২০২৩



দেশের ২২ প্রেক্ষাগৃহে চলছে ‘সুলতানপুর’

দেশের ২২ প্রেক্ষাগৃহে চলছে সিনেমা ‘সুলতানপুর’। পলিটিক্যাল থ্রিলারধর্মী সিনেমাটি নির্মিত হয়েছে ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্টের ব্যানারে। এটি নির্মাণ করেছেন সৈকত নাসির।

২০২০ সালের অক্টোবরে শুরু হয় ‘সুলতানপুর’ সিনেমার শুটিং। শুরুতে এর নাম ছিল ‘বর্ডার’। সেন্সর বোর্ডের আপত্তির কারণে নাম বদল করে রাখা হয় ‘সুলতানপুর’।

সীমান্তের মানুষের জীবন, অপরাধ চক্র, চোরাকারবারি ইত্যাদির সঙ্গে ছবিটিতে রয়েছে পরিবার ও সম্পর্কের গল্প। সিনেমাটি প্রসঙ্গে সৈকত নাসির বলেন, ‘সুলতানপুর’-এ সবচেয়ে শক্তিশালী যে জিনিসটা আছে, তা হলো গল্প। এই সিনেমায় সুন্দর একটা গল্প পাবে দর্শক। আমার বিশ্বাস, যারা ছবিটি দেখতে আসবেন, তারাই এর প্রচার করবেন।

সীমান্তের রোমাঞ্চকর গল্প নিয়ে গড়ে উঠেছে ‘সুলতানপুর’ সিনেমা। এরই মধ্যে সিনেমাটির ট্রেলার ও দুটি গান ‘জানরে ও ‘বোকা মন’ বেশ সাড়া ফেলেছে।

ছবিতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে অধরা খানকে। তিনি বলেন, কোভিডসহ বিভিন্ন কারণে আমার নতুন ছবি মুক্তি পাচ্ছে বেশ দেরিতে। তবে এবার দর্শক আমার নতুন ছবি দেখতে পাবেন। আমি আশাবাদী এ কারণে যে, এর গল্প শক্তিশালী।

এই সিনেমায় পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করেছেন ফারুক সুমন। তিনি বলেন, বিশ্বব্যাপী গল্পনির্ভর সিনেমা তৈরি হওয়ার যে প্রতিযোগিতা চালু হয়েছে সুলতানপুর তারই একটা উদাহরণ। এই গল্পে আপনারা একঝাঁক অভিনেতাকে দেখতে পাবেন। একজন শিল্পী হিসেবে আমি মনে করি, ‌‌সুলতানপুর একটি ভালো সিনেমা হিসেবে আমাদের ইন্ডাস্ট্রিতে যোগ হতে যাচ্ছে।

‘সুলতানপুর’ সিনেমার নায়ক সাঞ্জু জন বলেন, হেটস অব টু দ্য টিম অব সুলতানপুর। এই সিনেমার প্রত্যেকটি মেম্বারই খুব গুরুত্বপূর্ণ। এটি একটি টিম এফোর্ট। আমরা গল্পটিকে খুব সুন্দর করে সাজিয়েছি। একটা বিশেষ ধারার গল্প। আশা করব বাংলা সিনেমার স্বার্থে আপনারা সবাই হলে গিয়ে এই সিনেমাটি দেখবেন।

‘সুলতানপুর’ সিনেমায় আরও অভিনয় করেছেন মৌমিতা মৌ, রাশেদ মামুন অপু, শাহিন মৃধা ও রুমান রুনি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:০৯:১২   ১৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
পররাষ্ট্র সচিবের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা
দেশের যুবকদের কর্মসংস্থানে কাজ করতে চায় বিশ্বব্যাংক
সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
রাজু ভাস্কর্যে ঢামেক শিক্ষার্থীদের উপস্থিতি প্রেরণা জোগায়: আসিফ মাহমুদ
বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে: জোনায়েদ সাকি
আওয়ামী লীগ নেতাকর্মীদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন, জানালেন ফখরুল
৩ মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয়: জ্বালানি উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ