জার্মান মিডফিল্ডার ইলকাই গুন্দোয়ানের জোড়া গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপের শিরোপা ঘরে তুলেছে ম্যানচেস্টার সিটি।
শনিবার (৩ জুন) ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যানচেস্টার ডার্বিতে ২-১ গোলের জয় পেয়েছে পেপ গার্দিওয়ালার শিষ্যরা। এ জয়ে ট্রেবল জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল সিটি।
এদিন লড়াই শুরু হওয়ার মাত্র ১৩ সেকেন্ডের মধ্যেই দলকে লিড এনে দেন গুন্দোয়ান। কিক-অফের পর দ্রুতই আক্রমণে ওঠে সিটি। ইউনাইটেডের ডি-বক্সের সামনে প্রতিপক্ষ ডিফেন্ডারদের বাধা এড়িয়ে গুন্দোয়ানকে পাস দেন কেভিন ডি ব্রুইনা। জাল থেকে প্রায় ২০ গজ দূরে দাঁড়িয়ে ডান পায়ের জোরালো ভলিতে গোল করেন এ জার্মান মিডফিল্ডার। চেয়ে দেখা ছাড়া কিছুই করতে পারেননি ইউনাইটেড গোলরক্ষক দাভিদ দে হেয়া।
এফএ কাপের ইতিহাসে ফাইনাল ম্যাচে এটিই দ্রুততম গোলের রেকর্ড। ২০০৯ সালের আসরে চেলসির বিপক্ষে ২৫ সেকেন্ডে গোল করেছিলেন এভারটনের লুইস সাহা।
ম্যাচের ৩০ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়ে যায় ম্যানইউ। ডি-বক্সের মধ্যে হেড দিতে গিয়ে ফাউল করে বসেন সিটি ফরোয়ার্ড জ্যাক গ্রিলিশ। রেফারি ভিআর চেকে জানান পেনাল্টির সিদ্ধান্ত। সফল স্পটকিকে দলকে সমতায় ফেরান ব্রুনো ফের্নান্দেস। প্রথমার্ধের বাকি সময়ে আক্রমণ-পাল্টা আক্রমণে অবশ্য কেউই আর গোলের দেখা পায়নি।
তবে দ্বিতীয়ার্ধে দলকে লিডে ফেরাতে বেশিক্ষণ অপেক্ষা করাননি গুন্দোয়ান। ম্যাচের ৫২ মিনিটে ডান প্রান্ত থেকে ডি ব্রুইনার ক্রস মাটিতে পড়ার আগেই ডি-বক্সের বাইরে থেকে শট নেন জার্মান মিডফিল্ডার। ডানে ঝাপিয়ে পড়েও সে শট ফেরাতে পারেননি দে হেয়া। তাতে লিডে ফেরে ম্যানসিটি। ম্যাচের বাকি সময় অনেক চেষ্টা করেও দলকে আর লড়াইয়ে ফেরাতে পারেননি রাশফোর্ড-ফের্নান্দেসরা। ব্যবধান বাড়াতে পারেননি ডি ব্রুইনা-হলান্ডরাও। তাতে ২-১ গোলের জয় নিশ্চিত করে তিন বছর পর এএফ কাপের শিরোপা জিতে নেয় সিটি। এর আগে ২০১৮-১৯ মৌসুমে সবশেষ এ শিরোপা জিতেছিল তারা।
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগ জেতা সিটিজেনরা এবার অপেক্ষার প্রহর গুনবে ট্রেবল জেতার। আগামী ১০ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারাতে পারলেই পূরণ হবে তাদের সে স্বপ্ন।
বাংলাদেশ সময়: ২৩:১০:২২ ১২৯ বার পঠিত