খেলার শুরুতেই যে ধাক্কা দিয়েছিল পেপ গার্দিওলার শিষ্যরা, সেটি ধরে রাখতে ব্যর্থ হয়েছে ম্যানচেস্টার সিটি। তাতে ট্রেবল মিশনে কিছুটা নড়বড়ে অবস্থানে রয়েছে দলটি। প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ গোলের ড্র নিয়ে।
শনিবার (৩ জুন) ওয়েম্বলিতে রাত ৮টায় এফএ কাপের ফাইনালে মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধের বিরতি পর্যন্ত দুই দলই একটি করে গোল পেয়েছে। সিটির পক্ষে গোল করেছেন ফরোয়ার্ড ইলকাই গুন্দোয়ান এবং পেনাল্টি থেকে ম্যানইউকে সমতা এনে দিয়েছেন ব্রুনো ফের্নান্দেস।
ম্যাচের প্রথম মিনিটেই লিড গোলের দেখা পায় ম্যানসিটি। যেন খেলোয়াড়রা নিজেরাই সেটি বিশ্বাস করতে পারছিলেন না। ব্যাপারটি হজম করতে কষ্ট হয়েছে ক্যাসেমিরো-রাশফোর্ড বাহিনীর। সেই গোলের পরে রেড ডেভিলরা যেন কিছুটা সময় হতভম্বের মতো কাটিয়েছেন।
প্রতিপক্ষের ডি-বক্সের মধ্যে ঢুকে গোলমুখে ডান পায়ের শট নেন গুন্দোয়ান। কিন্তু গোলরক্ষক দাভিদ দে হেয়া কিছু বুঝে ওঠার আগেই সেটি জালে জড়ায়। গোলটিতে সহায়তা করেন কেভিন ডি ব্রুইনা। এরপরে নিজেদের গুছিয়ে নেন এরিক টেন হ্যাগের শিষ্যরা।
ম্যাচের ৩০ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়ে যায় ম্যানইউ। ডি-বক্সের মধ্যে হেড দিতে গিয়ে ফাউল করে বসেন সিটি ফরোয়ার্ড জ্যাক গ্রিলিশ। তাতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তায় পেনাল্টি দেয়া হয়। আর সেই সুযোগ মিস করেননি ব্রুনো ফের্নান্দেস। সফল কিক থেকে ম্যাচে ১-১ গোলের সমতা টানেন ম্যানইউ ফরোয়ার্ড।
প্রথমার্ধের বাকি সময়ে আরও কিছু আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও ব্যবধানের কোনো পরিবর্তন হয়নি। এই সময়ে বল দখলে এগিয়ে ছিল ম্যানসিটি। ৬১ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে গার্দিওলার শিষ্যরা গোলমুখে ৬ বার শট নিয়েছে, যার মধ্যে ২টি ছিল অন টার্গেট। আর ম্যানইউ গোলমুখে ৫ শট নেয়। এর মধ্যে কেবল একটি ছিল লক্ষ্যে।
বাংলাদেশ সময়: ২৩:১৪:৫২ ১২৩ বার পঠিত