সারাদেশে বৃক্ষরোপণ অভিযানে আনসার-ভিডিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সারাদেশে বৃক্ষরোপণ অভিযানে আনসার-ভিডিপি
সোমবার, ৫ জুন ২০২৩



সারাদেশে বৃক্ষরোপণ অভিযানে আনসার-ভিডিপি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সারাদেশে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

সোমবার (৫ জুন) সকাল ১০টায় রাজধানীর খিলগাঁওয়ে বাহিনীর সদর দপ্তরে গাছের চারা রোপণ করে ‘বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৩’ উদ্বোধন করেন আনসার ও ভিডিপি’র মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম আমিনুল হক।

মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর, একাডেমি, রেঞ্জ, ব্যাটালিয়ন, ভিটিসি, জেলা ও উপজেলা, থানা ও ইউনিয়নসহ প্রতিটি ইউনিটের নিজস্ব জায়গা, ক্লাব-সমিতির প্রাঙ্গণসহ বিভিন্ন রাস্তার দুই ধারে গাছের চারা রোপণ করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬১ লাখ সদস্য রয়েছে। দেশের প্রত্যেক গ্রামে ছড়িয়ে থাকা বাহিনীর প্রতিটি সদস্যকে ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ ও অন্যকে উদ্বুদ্ধ করতে তিনি আহ্বান জানান।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তা (অতি. দায়িত্ব) সহকারী পরিচালক (ভিডিপি প্রশিক্ষণ) মো. জাহিদুল ইসলাম বলেন, “সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ” প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ঢাকায় বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৩ এবং জাতীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৩ উপলক্ষ্যে ‘বৃক্ষরোপন কর্মসূচী-২০২৩’ এর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে।

এ সময় অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, উপ-মহাপরিচালকসহ (প্রশাসন) অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া ভিডিও টেলিকনফারেন্সিংয়ের (ভিটিসি) মাধ্যমে ৯টি রেঞ্জ কার্যালয়, ৪২টি ব্যাটালিয়ন ও ৬৪টি জেলাসহ মাঠ পর্যায়ের বিভিন্ন ইউনিট সংযুক্ত ছিল।

বাংলাদেশ সময়: ১৬:২৫:৩৮   ১৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আড়াইহাজারে সেনা সহায়তায় মাদকবিরোধী অভিযান, আটক ৫
কাতারের আমিরের মায়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীর বৈঠক
গভীর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার বিষয়ে প্রধান উপদেষ্টা দিক-নির্দেশনা দিচ্ছেন : আলী রীয়াজ
কাশ্মীরে পর্যটকদের ওপর গুলি, নিহত অন্তত ২৪
গুজব মোকাবেলায় তথ্য অফিসগুলোকে কাজ করতে হবে : উপদেষ্টা মাহফুজ
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর আন্তর্জাতিক বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন করবে: নৌপরিবহন উপদেষ্টা
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের উপস্থিতিতে পালিত হলো বিশ্ব “অটিজম দিবস-২০২৫”
সুনামগঞ্জে ৪০ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ