নারায়ণগঞ্জ স্টেডিয়ামের দায়িত্ব নিতে যাচ্ছে বিসিবি

প্রথম পাতা » খেলাধুলা » নারায়ণগঞ্জ স্টেডিয়ামের দায়িত্ব নিতে যাচ্ছে বিসিবি
বুধবার, ৭ জুন ২০২৩



নারায়ণগঞ্জ স্টেডিয়ামের দায়িত্ব নিতে যাচ্ছে বিসিবি

জাতীয় ক্রীড়া পরিষদ না করলেও নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে খেলার উপযুক্ত করতে পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটিই জানিয়েছেন বিসিবি পরিচালক ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু।

জৌলুশ-ইতিহাস পেছনে ফেলে মৃতপ্রায় নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ভেন্যুটির কিছুই ঠিক না থাকলেও শুকনো মৌসুমে ঘরোয়া ক্রিকেটের কিছু ম্যাচ চোখে পড়ে। বর্ষায় অবশ্য মূল মাঠই চলে যায় পানির নিচে।

বছর দুয়েক আগে বুয়েটের একটি প্রতিনিধিদল ফিজিবিলিটি স্টাডি করে প্রতিবেদন জমা দেয় মন্ত্রণালয়ে। সেখানে মাঠ ছয় ফুট উঁচু করার সিদ্ধান্ত নেয়া হলেও অজানা কারণে তার বাস্তবায়ন ঘটেনি। ভেতরের খবর বলছে, জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবির দ্বৈরথেই ঝুলে আছে এই ভেন্যুর ভবিষ্যৎ।

তবে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু জানান, ক্রীড়া পরিষদ নয়, আপাতত এই মাঠকে খেলার উপযোগী করতে উদ্যোগ নিতে যাচ্ছে বিসিবি। আগামী বোর্ড সভায়ই সে ব্যাপারে আসতে পারে সিদ্ধান্ত।

বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু বলেন, ‘এটির সার্বিক দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদের। তবে যেহেতু তারা এই কার্যক্রম শুরু করতে পারছে না, সেহেতু বিসিবি একটি সিদ্ধান্ত নেবে। মাঠটিকে ছয় ফুট উঁচু করে খেলার উপযোগী করার সেই দায়িত্ব হয়তো গ্রহণ করবে।’

বাংলাদেশ সময়: ১০:২৩:৪৭   ১৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


প্রথম দিনে আইপিএলের নিলামে উঠবে ৮৪ ক্রিকেটার
১৮ মিনিটেই ডি মারিয়ার হ্যাটট্রিক, দৃষ্টিনন্দন বাইসাইকেল গোল
সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ