রণবীরকে ‘সাদা ইঁদুর’ বলে আক্রমণ কঙ্গনার!

প্রথম পাতা » ছবি গ্যালারী » রণবীরকে ‘সাদা ইঁদুর’ বলে আক্রমণ কঙ্গনার!
রবিবার, ১১ জুন ২০২৩



রণবীরকে ‘সাদা ইঁদুর’ বলে আক্রমণ কঙ্গনার!

ভাট পরিবারের ওপর প্রথম থেকেই বেশ ক্ষিপ্ত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। সেই ভাট পরিবারের মেয়ের জামাই আবার রণবীর কাপুর। ব্যস, এবার কঙ্গনার তোপের মুখে পড়লেন এ অভিনেতা। নাম না উল্লেখ করে আকারে ইঙ্গিতে রণবীরকে ‘রোগা সাদা ইঁদুর’ বলে কটাক্ষ করলেন। এতেই থেমে থাকেননি, সঙ্গে নারীঘেঁষা, মাদকাসক্ত বলতেও ছাড়েননি।

শোনা যাচ্ছে, রামায়ণের ওপর ভিত্তি করে বলিউডে ছবি তৈরি করছেন ‘ছিঁছোড়ে’ খ্যাত নির্মাতা নীতেশ তিওয়ারি। সেই ছবিতে রামের চরিত্রে অভিনয় করার কথা বলিউড তারকা রণবীর কাপুরের। তার বিপরীতে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে সীতার চরিত্রে পছন্দ করেছিলেন পরিচালক। তবে এবার জানা গেছে, সীতার চরিত্রের জন্য রণবীর কাপুরের বিপরীতে শেষমেশ আলিয়া ভাটকেই চূড়ান্ত করেছেন নির্মাতারা। রাবণের চরিত্রের জন্য পরিচালক কথা বলেছেন ‘কেজিএফ’ ছবির তারকা যশের সঙ্গে।

অভিনেতা চূড়ান্ত হয়ে যাওয়ার পর খুব শিগগিরই শুরু হতে চলেছে ছবির কাজও। খবরটা কানে গিয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাউতের। এবার খানিকটা স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই যেন প্রতিক্রিয়া দিলেন অভিনেত্রী।

তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “সম্প্রতি শুনলাম বলিউডে ‘রামায়ণ’ তৈরি হচ্ছে। রামের ভূমিকায় নাকি বলিউডের রোগা সাদা ইঁদুরকে দেখা যাবে। যার নারীমহলে বেশ নামডাক রয়েছে। পাশপাশি তিনি মাদকেও বেশ অভ্যস্ত। সম্প্রতি তিনি ‘শিবা ট্রিলজি’তে অভিনয় করেন। যদিও সেটা কেউ দেখেননি। এবার তার ইচ্ছা হয়েছে রামের রূপ ধারণ করার।”

রণবীরকে ‘রাম’ চরিত্রে পছন্দ না হলেও এই চরিত্রে কে তার পছন্দ সেটা জানাতেও ভোলেননি কঙ্গনা। তিনি আরও লেখেন, ‘আমার মনে হয় বাল্মিকীজির বর্ণনা অনুযায়ী দক্ষিণী তারকা যশ অনেক বেশি মানানসই রামের চরিত্রে। যদিও তাকে অবশ্য রাবণের চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। একেই বলে ঘোর কলিযুগ।’

এর আগে শোনা গিয়েছিল, রাবণের চরিত্রে ধরা দেবেন বলিউডের ‘গ্রিক গড’ খ্যাত হৃতিক রোশন। ‘বিক্রম বেদা’ ছবিটি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় নিজের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান অভিনেতা। পরবর্তীতে এ চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব যায় কন্নড় অভিনেতা যশের কাছে। সব কিছু ঠিকঠাক এগোলে চলতি বছরের ডিসেম্বর মাসে বা আগামী বছর জানুয়ারি মাস থেকেই শুরু হয়ে যাবে ‘রামায়ণ’ ছবির শুটিং।

বাংলাদেশ সময়: ১৩:০২:০৬   ১৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
না.গঞ্জকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে ইসলামী চিন্তাবিদদের অংশগ্রহণ দরকার: ডিসি
মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সার্ভিস, ট্রেনিং এবং রিসার্চকে গুরুত্ব দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিবাহের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বেঁচে থাকতে পারে - ধর্ম উপদেষ্টা
‘সকলে নারীকে মানুষ হিসেবে চিনবে, জানবে ও সম্মান করবে’ : সংস্কার কমিশনে প্রত্যাশা
ঢাকায় ইইউভুক্ত দেশের জন্য ভিসা সেন্টার খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার
প্রধান উপদেষ্টার কাতার সফরে অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতার ওপর জোর দেওয়া হবে: প্রেস সচিব
সংবাদপত্রের গুণগত মানোন্নয়নে টাস্কফোর্স গঠন করবে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
দোহার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ