বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) সেমিনার কক্ষে আজ সোমবার ‘আইসোলেশন, মাল্টিপ্লিকেশন এন্ড ফরমুলেশন অফ মাইক্রোবায়াল পেস্টিসাইডস, বিউভেরিয়া এন্ড মেটারাইজিয়াম’ শীর্ষক প্রশিক্ষকদের এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ইউএসএআইডি-বাংলাদেশ’র অর্থায়নে বারি এবং ফিড দি ফিউচার বাংলাদেশ ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট এক্টিভিটিস’র (আইপিএমএ) যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে দেশীবিদেশী মোট ১৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। বারি’র উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী। আইপিএম এক্টিভিটি, ভার্জিনিয়া টেক’র কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার মাধব চন্দ্র দাস অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ২১:৪৩:২৭ ১২৪ বার পঠিত