সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ধুমপানসহ সকল মরণ নেশা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
তিনি বলেন, ধূমপান একটি মরণ নেশা। ধূমপানসহ তামাক জাতীয় পণ্য সেবনে যে ক্ষতি হয়, তা আমাদের প্রদেয় করের চেয়েও বেশি।
প্রতিমন্ত্রী আজ জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৩ উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত ‘তামাক নয়, খাদ্য ফলান’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
এলায়েন্স ফর এফসিটিসি ইমপ্লিমেনটেশন বাংলাদেশ (এএফআইবি), ক্যামপেইন এগেইনেস্ট টোব্যাকো (সিএটি) এবং মাদকদ্রব্য ও নেশা বিরোধী কাউন্সিল (মানবিক) এই বৈঠকের আয়োজন করে।
সংস্কৃতি প্রতিমন্ত্রী ধূমপানের বিষয়ে নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা উল্লেখ করে যারা ধূমপান ও তামাক সেবন করছেন তাদের তামাক বর্জনের আহবান জানান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার সাবেক রিজিওনাল অ্যাডভাইজার এবং এএফআইবি’র সমন্বয়ক অধ্যাপক ডা. মোজাহেরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তৃতা করেন দৈনিক বর্তমান এর নির্বাহী সম্পাদক নজমুল হক সরকার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচী, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি ও এএফআইবি’র যুগ্ম সমন্বয়ক ইবনুল সাঈদ রানাপ্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩:১৬:৩৩ ১৫৩ বার পঠিত