শিশুদের উজ্জ্বল ভবিষ্যত তৈরি করাই সবচেয়ে সুন্দর কাজ - ডেপুটি স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিশুদের উজ্জ্বল ভবিষ্যত তৈরি করাই সবচেয়ে সুন্দর কাজ - ডেপুটি স্পীকার
বুধবার, ১৪ জুন ২০২৩



শিশুদের উজ্জ্বল ভবিষ্যত তৈরি করাই সবচেয়ে সুন্দর কাজ - ডেপুটি স্পীকার

ঢাকা, ১৪ জুন ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, প্রতিটি শিশুকে উন্নত বাংলাদেশের নাগরিক হিসেবে গড়ে তুলতে সবক্ষেত্রে তাঁদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। শিশু সুরক্ষায় আইনের প্রয়োজনীয়তা রয়েছে তবে শুধু আইন দিয়ে তাঁদের সুরক্ষা দেয়া রাষ্ট্রের পক্ষে কঠিন কাজ। গৃহকর্মে নিয়োজিত শিশুর মৌলিক অধিকার বাস্তবায়নে তাঁদেরকে গৃহকর্তার সন্তানের মত করে বিবেচনা করতে হবে। স্মার্ট বাংলাদেশে গৃহকর্মী নিয়োগে বিধিমালা তৈরি করতে হবে। শিশুদের উজ্জ্বল ভবিষ্যত তৈরি করাই সবচেয়ে সুন্দর কাজ ।

আজ (বুধবার) জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) এর উদ্যোগে ‘গৃহকাজে নিয়োজিত শিশুর সুরক্ষা ও অধিকার; বিদ্যমান আইনী বাস্তবতা’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সংলাপে সংসদ সদস্য ও হুইপ রওশন আরা মান্নান, মীর মোস্তাক আহমেদ রবি এমপি, আরমা দত্ত এমপি ও গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি অংশগ্রহণ করেন।

ডেপুটি স্পীকার বলেন, স্মার্ট বাংলাদেশে প্রতিটি শিশুকে প্রাথমিক শিক্ষার সাথে মাধ্যমিক শিক্ষাও বাধ্যতামূলক করতে হবে। এর মাধ্যমে শিশু শ্রমিক নিয়োগ অনেকাংশে কমে যাবে। গৃহকর্মে নিয়োজিত শিশুরা অত্যাচারিত হলে নির্যাতনকারীকে আইনের আওতায় আনার বিধান বিদ্যমান আইনেই রয়েছে। এরপরও কোন জায়গায় সংশোধনের প্রয়োজন হলে আইন মন্ত্রণালয় ও বিশেষজ্ঞদের পরামর্শক্রমে পূর্ণ খসড়া তৈরি করে সরকারের সামনে উপস্থাপন করতে হবে। সরকার শিশুদের কল্যাণ নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছুই করতে প্রস্তুত।

মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন- সরকার শিশুদের আগামীর স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে পুষ্টিকর খাবার সহ, উপবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করছে। অসচ্ছল অভিভাবকদের সামাজিক সুরক্ষা প্রোগ্রামের আওতায় নানারকম ভাতা প্রদান করছে। বর্তমানে অভাবের তাড়নায় কোন পরিবার শিশুদের গৃহকর্মে নিয়োজিত করবে সে সুযোগ সরকার রাখেনি। গৃহকাজে নিয়োজিত শিশুদের সুরক্ষা দিতে রাষ্ট্র পরিচালনার সাথে দায়িত্বশীল ব্যক্তিদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

এএসডি এর নির্বাহী পরিচালক এম এ করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে কী-নোট উপস্থাপন করেন সরফুদ্দিন খান। স্বাগত বক্তব্য রাখেন শাপলা নীড়ের কান্ট্রি ডিরেক্টর উচিয়ামা।

গুল-ই-জান্নাত (জেনী) এর সঞ্চালনায় সংলাপে চাইল্ড লেবার ইলিমিনেশন (এডুকো), বাংলাদেশ এর ব্যবস্থাপক ফিরোজ কবির খান, এএসডি এর কর্মসূচি পরিচালক হামিদুর রহমানসহ এএসডি, এডুকো, শাপলা নীড়, ব্রটসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:০৫:০৮   ১৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিউইয়র্ক ড. ইউনূস-বাইডেন দ্বিপক্ষীয় বৈঠক শুরু
ভেনেজুয়েলা ম্যাচের আগে নতুন জটিলতায় আর্জেন্টিনা
প্রকৃত আসামি ছাড়া কাউকে হয়রানি করা হবে না : ডিএমপি
পোশাক শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত
দেশে ফেরা ৮৭ প্রবাসীর কর্মসংস্থান করবে সরকার: আসিফ নজরুল
তৌ‌হিদ-জয়শঙ্কর বৈঠক : পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা
আশুলিয়ায় শ্রমিকদের উসকানির অভিযোগে গ্রেপ্তার ৫
ড. ইউনূসকে শুভ কামনা জানালেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী
প্যারিস ফ্যাশন উইকে আলিয়া-ঐশ্বরিয়ার টক্কর!
ডেঙ্গুর সংক্রমণ হচ্ছে, এটাই আমাদের চিন্তার বিষয় : উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ