অপশক্তি ফাঁকা মাঠে কাউকেই গোল দিতে দেবে না: আরাফাত

প্রথম পাতা » ছবি গ্যালারী » অপশক্তি ফাঁকা মাঠে কাউকেই গোল দিতে দেবে না: আরাফাত
বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩



অপশক্তি ফাঁকা মাঠে কাউকেই গোল দিতে দেবে না: আরাফাত

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল শেষে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, অপশক্তি ফাঁকা মাঠে কাউকেই গোল দিতে দেবে না। অন্তত নৌকাকে কখনোই দেবে না। নৌকার বিরুদ্ধে কেউ না কেউ দাঁড়াবেই।

বৃহস্পতিবার (১৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আরাফাত বলেন, ‘বিএনপি বা অপশক্তি সক্রিয় আছে। তারা কোনো না কোনোভাবে নৌকার বিরোধিতা করবেই। নির্বাচন কোনো মজা নয়, এটা সিরিয়াস ইস্যু। নির্বাচন তো করতেই হবে। কেউ না কেউ তো করবেই। নির্বাচন একটা বাধ্যবাধকতা, এটা করতেই হবে।’

প্রতিপক্ষহীন নির্বাচনে প্রার্থী হয়ে নির্বাচন করতে কেমন লাগছে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘বিএনপি কিংবা আমাদের প্রতিপক্ষ আছে। বিএনপি কিংবা অন্য দল কোনো না কোনোভাবে নির্বাচনে থাকবে। খেলাটা সমান সমান হলে আমাদের জন্য ভালো হতো। আমাদের প্রধান প্রতিপক্ষ থাকুক সেটা আমরা চাই।’

‘বিএনপি তাদের নেতাকর্মীদের পাচ্ছে না। আঞ্চলিক পর্যায়ে অনেককে তারা বাদ দিচ্ছেন। এটা বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে সমস্যা তৈরি করবে’, বলেন আরাফাত।

নৌকা নিয়ে কাজ করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। আমার প্রত্যাশা থাকবে যতটুকু সময়ের জন্য নমিনেশন পেয়েছি, নিজের কাজটুকু করে যাবো।’

এত মানুষের মধ্য থেকে নমিনেশন পাওয়ার বিষয়ে জানতে চাইলে আরাফাত বলেন, ‘অনেকেই যোগ্য নেতা ছিলেন, যারা আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছেন। সভানেত্রী ও মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। এখানে আসলে আমার কিছু বলার নেই। আমি মনোনয়ন না পেলেও নৌকার হয়ে কাজ করতাম।’

‘আমি ব্যক্তিগতভাবে রাজনীতির সঙ্গে জড়িত। আমি রাজনীতির মানুষ। এখানে মানুষ নানাভাবে কাজ করবে। আমিও কাজ করেছি। স্বীকৃতিটা মনে করি, যখন আমি ফলাফল পাবো,’ বলেন তিনি।

এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনির হোসাইন খান জানান, এ পর্যন্ত ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ (বৃহস্পতিবার) বিকেল ৪টায় পরিপূর্ণ তালিকা প্রকাশ করতে পারব। আগামী ১৭ জুলাই এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫:০৪:২৭   ১৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিগগির দুই হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্য উপদেষ্টা
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
নকশাবহির্ভূত ভবনে রাজউকের অভিযান, জরিমানা
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
জামালপুরে বিএনপি নেতার তান্ডবে এক অসহায় পরিবার ঘরছাড়া
ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শনে ডিসি
শেষ মুহূর্তের গোলে ইন্দোনেশিয়াকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ