জেলার কোটালীপাড়া উপজেলায় খরিপ মৌসুমে উফশী আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কিষাণীদের মাঝে বিনামূল্যে আমন ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ২ হাজার কৃষক-কিষাণীর মধ্যে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়।
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আ. কাদের সরদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বীজ ও সার বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়, উপজেলা প্রকৌশলী মো. শফিউল আজম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার দেবাশীষ দাস, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে, কিষাণ আব্দুল হাই শেখ বক্তব্য রাখেন।
কিষাণ আব্দুল হাই শেখ বলেন, বিনামূল্যে বোরো ধানের বীজ ও সার পেয়ে বোরো আবাদ করেছিলাম। বোরো ধানে ফলন খুবই ভালো হয়েছে। এখন আবার সেই জমিতে আমন ধানের চাষ করবো। বিনামূল্যে সার বীজ না পেলে আমাদের পক্ষে এভাবে জমিতে দুবার ধানের আবাদ করা সম্ভব হতো না। আশা করছি আমনের আবাদও ভালো হবে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায় বলেন, এ বছর আমরা উপজেলার ২ হাজার কিষাণ-কিষাণীর মধ্যে পাঁচ কেজি করো রোপা আমন ধানের বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করেছি। গতবছর ১ হাজার জনের মধ্যে বিতরণ করেছিলাম। ফলন ভালো হওয়া ও প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রতিনিধি সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকারের প্রচেষ্টায় এই বছর ১ হাজার কৃষক কিষাণীর জন্য বীজ ও সার বেশী বরাদ্দ পেয়েছি। তাই ২ হাজার কৃষক ও কৃষাণীকে বীজ সার দিতে পারছি।
বাংলাদেশ সময়: ১৬:৩৫:২০ ১৪০ বার পঠিত