জার্মানিতে একটি পর্যটনকেন্দ্রের ঐতিহাসিক প্রাসাদের ওপর থেকে ফেলে দিয়ে দুই মার্কিন নারী পর্যটককে হত্যা করেছে এক দুর্বৃত্ত। দেশটির বায়ার্ন প্রদেশের একটি পর্যটনকেন্দ্রে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই
বুধবার (১৪ জুন) বিকেলে জার্মানির বায়ার্ন প্রদেশের নয়সোয়ানস্টাইনের বিখ্যাত পর্যটনকেন্দ্র একটি পাহাড়ের উপর নির্মিত পুরনো প্রাসাদে ঘুরতে আসেন দুই মার্কিন নারী পর্যটক। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে তাদের দুজনকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এক ব্যক্তি।
এসময় তাদের উদ্ধারে এগিয়ে আসে অন্যান্য পর্যটকসহ স্থানীয় বাসিন্দারা। পরে তাদের তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে একজনকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ জুন) মারা যান আরও এক নারী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই নারী পর্যটক যখন প্রাসাদ দেখতে উৎসুক ছিলেন তখন এক ব্যক্তি তাদের উত্যক্ত করেন। ওই দুই নারী তাকে কোনো সাড়া না দেয়ায় এক পর্যায়ে তাদের ধাক্কা দিয়ে ফেলে দেয় এ ব্যক্তি। এ ঘটনায় ঐ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রিমান্ডে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ।
সোয়ানগাওয়ের ঐতিহাসিক নয়সোয়ানস্টাইন এর এই প্রাসাদ দেখতে ঘটনাস্থল ম্যারিয়েন ব্রিজে প্রতিবছরই কয়েক লাখ পর্যটক ভিড় করেন। এ ঘটনায় শোকে স্তব্ধ গোটা এলাকা।
বাংলাদেশ সময়: ১৩:১৩:৫৪ ১২৩ বার পঠিত