সাংবাদিক নাদিম হত্যা: ইউপি চেয়ারম্যান বাবুকে রিমান্ডে নেয়া হবে

প্রথম পাতা » আইন আদালত » সাংবাদিক নাদিম হত্যা: ইউপি চেয়ারম্যান বাবুকে রিমান্ডে নেয়া হবে
রবিবার, ১৮ জুন ২০২৩



সাংবাদিক নাদিম হত্যা: ইউপি চেয়ারম্যান বাবুকে রিমান্ডে নেয়া হবে

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ১০ আসামিকে আদালতে সোপর্দ করে রিমান্ডে নেয়ার আবেদন করা হবে।

রোববার (১৮ জুন) বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (১৭ জুন) রাতে র‌্যাব বকশীগঞ্জ থানায় প্রধান বাবুকে হস্তান্তর করেছে। বাবুসহ গ্রেফতার ১০ আসামিকে আজ আদালতে সোপর্দ করে রিমান্ডে নেয়ার আবেদন করা হবে।

এরআগে শনিবার সকালে দেবীগঞ্জ থেকে বাবুকে গ্রেফতার করা হয়। পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) কনক কুমার দাস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জের চিলাহাটি এলাকায় বাবুর দূর সম্পর্কের আত্মীয় মনতাজ আলীর বাড়িতে অভিযান চালায় র‌্যাব- ১৩। সেখানে আত্মগোপনে থাকা বাবুকে গ্রেফতার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টায় ছিলেন। তবে তার ছেলের কোনো হদিস এখনও পাওয়া যায়নি।

তবে বাবু গ্রেফতার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন নিহত সাংবাদিকের পরিবারের সদস্যরা। এ ঘটনায় বকশীগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যান বাবুসহ ২২ জনের নাম উল্লেখসহ ৪৭ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন নাদিমের স্ত্রী।

এদিকে, রোববারও (১৮ জুন) নাদিম হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। এসময় গণমাধ্যমকর্মীরা ইউপি চেয়ারম্যান বাবুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত বুধবার (১৪ জুন) রাতে বকশীগঞ্জের মোড়ে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর হামলা চালানো হয়। পরদিন ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাদিম।

বাংলাদেশ সময়: ১২:১৮:৫৫   ১৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


বিচারের শুদ্ধতার জন্য ট্রাইব্যুনালে আপিলের বিধান রাখা হয়েছে
জিয়াউল আহসানসহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৯ ডিসেম্বর
গণহত্যার মামলায় ট্রাইব্যুনালে মামুন-জিয়াউলসহ ৮ আসামি
হত্যা মামলায় ৮ দিনের রিমান্ডে কামরুল ইসলাম
আজ অপরাধ ট্রাইব্যুনালে তোলা হচ্ছে সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জনকে
জয়পুরহাটে কিশোর হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
জিয়াউল আহসানসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সেই লিমনের অভিযোগ
ট্রাস্টের টাকা ফান্ডেই আছে, আত্মসাৎ করেননি খালেদা জিয়া: দুদক আইনজীবী
সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির ৫ দিনের রিমান্ডে
নাটোরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ