সংসদ ভবন, ১৮ জুন, ২০২৩ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এম. শাহাব উদ্দিন বলেছেন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের বর্তমান অবস্থা ১ হাজার ৪৩৫ কোটি ৯০ লাখ টাকার বেশি।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মেরিনা জাহানের টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ২০০৯-১০ অর্থবছর থেকে গত ১৪ বছরে, সরকার জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলে ৩ হাজার ৯১৯ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের বরাদ্দকৃত অর্থের মধ্যে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন-২০১০ এর বিধান অনুযায়ী জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনা (বিসিসিএসএপি, ২০০৯) বাস্তবায়নের জন্য ৬৬ শতাংশ ব্যবহারের লক্ষ্যে প্রকল্প বা কর্মসূচি গ্রহণ করা যাবে এবং নূন্যতম ৩৪ শতাংশ অর্থ স্থায়ী আমানত হিসাবে ট্রাস্ট ফান্ডে থাকবে।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনা-২০০৯-এর ৬টি বিষয়ভিত্তিক এলাকার আওতায় সাধারণত স্বল্প, মাঝারি ও দীর্ঘ প্রকল্প গ্রহণ করা হয়ে থাকে।
এর পাশাপাশি ৭ কোটি ১১ লাখের বেশি গাছ রোপনের মাধ্যমে ইতোমধ্যে ৬ হাজার ৯২১ হেক্টর বনাঞ্চল বনায়নের আওতায় আনা হয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের অধীনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রায় ৮শ’ ৫০টি প্রকল্প বাস্তবায়ন করছে।
বাংলাদেশ সময়: ২৩:৩৮:৪৫ ১৩০ বার পঠিত