মার্কিন সৈন্যদের আফগানিস্তান ছেড়ে যাওয়ার দিনে সরকারি ছুটি ঘোষণা তালেবানের

প্রথম পাতা » আন্তর্জাতিক » মার্কিন সৈন্যদের আফগানিস্তান ছেড়ে যাওয়ার দিনে সরকারি ছুটি ঘোষণা তালেবানের
মঙ্গলবার, ২০ জুন ২০২৩



মার্কিন সৈন্যদের আফগানিস্তান ছেড়ে যাওয়ার দিনে সরকারি ছুটি ঘোষণা তালেবানের

আগামী ৩১ আগস্ট সরকারি ছুটি ঘোষণা করেছে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান বাহিনী। কারণ ২০২১ সালের এই দিনেই সর্বশেষ মার্কিন সৈন্যটিও আফগানিস্তানের মাটি ছেড়েছিল। আর তাই দিনটি স্মরণীয় করে রাখতেই দিনটিতে সরকারি ছুটির ঘোষণা দিয়েছে তালেবান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ মার্কিন সেনা আফগানিস্তান ছেড়েছিল ২০২১ সালের ৩১ আগস্ট। অবশ্য তার আগেই দেশটির ক্ষমতা দখল করে তালেবান গোষ্ঠী। আর মার্কিনীদের আফগানিস্তান ছেড়ে যাওয়ার দিনটিকে বিশেষভাবে রাখতেই তালেবান সরকার আগামী ৩১ আগস্ট ছুটি ঘোষণা করেছে।

শনিবার (১৭ জুন) তালেবান সরকার এক বিবৃতিতে জানায়, আফগানিস্তানের মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত নিয়েছে, ৩১ আগস্ট আফগানিস্তানজুড়ে সরকারি ছুটি থাকবে।

২০২২ সালেও মার্কিন সেনাদের আফগানিস্তান ছেড়ে যাওয়ার প্রথম বর্ষপূর্তি বেশ ঘটা করে উদযাপন করেছিল তালেবান। সেদিনও সরকারি ছুটি ছিল দেশটিতে। রাজধানী কাবুলকে সাজানো হয়েছিল নানাভাবে। টাঙানো হয়েছিল বিভিন্ন ব্যানার।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ধ্বংস হয় নিউইয়র্কের বিশ্ববাণিজ্য কেন্দ্র খ্যাত টুইন টাওয়ার। এর পেছনে দায়ী ছিল আল-কায়েদা। ওই হামলার পর বিশ্বজুড়ে সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধ শুরু করে ওয়াশিংটন। আর এই যুদ্ধের প্রথম আঘাত পড়ে আফগানিস্তানে। দেশটিতে আল কায়েদার ঘাঁটি রয়েছে অজুহাতে হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী।

আফগানিস্তানে প্রায় দুই দশক যুদ্ধ চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের শুরুতেই আফগানিস্তানের শাসনক্ষমতা থেকে উৎখাত করা হয় তালেবান সরকারকে। এরপর একে একে ২০টি বছর কেটে গেলেও কোনো লক্ষ্যই অর্জিত হয়নি যুক্তরাষ্ট্রের। ২০২১ সালের আগস্টে একপ্রকার খালি হাতে ফিরতে হয়েছে পশ্চিমাদের।

বাংলাদেশ সময়: ১১:২৩:০৮   ১৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সীমান্তে গভীর রাতে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি
নেতানিয়াহুর সঙ্গে দ্বন্দ্ব, ইসরাইলের গোয়েন্দা প্রধানের পদত্যাগ
ভারতকে এবার পারমাণবিক হামলার হুমকি দিলেন পাকিস্তানের রেলমন্ত্রী
গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৮৪
সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের ফের পাল্টাপাল্টি গোলাগুলি
সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়তদের রক্ত বইবে: বিলাওয়াল ভুট্টো
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ‘স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষ্যে সংবর্ধনার আয়োজন
কাশ্মীর ইস্যুতে পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নের জবাবে যা বললো যুক্তরাষ্ট্র
কিয়েভে রাশিয়ার জোরালো হামলায় ‘খুশি নন’ ট্রাম্প
পাকিস্তান-ভারতকে ‘সর্বোচ্চ সংযম’ দেখাতে বলল জাতিসংঘ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ