চীন মহাকাশে একটি নতুন পরীক্ষামূলক উপগ্রহ স্থাপনের জন্য মঙ্গলবার লং মার্চ-৬ বহনকারী রকেট উৎক্ষেপণ করেছে।
শিয়ান-২৫ পরীক্ষামূলক উপগ্রহ বহনকারী রকেটটি উত্তরাঞ্চলীয় শানজির প্রদেশের তাইওয়ান স্যাটেলাইট সেন্টার থেকে সকাল বেইজিং সময় ১১টা ১৮ মিনিটে যাত্রা করে। স্যাটেলাইটটি সফলভাবে পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে। খবর সিনহুয়া’র।
স্যাটেলাইটটি মূলত নতুন পৃথিবী-পর্যবেক্ষণ প্রযুক্তি পরীক্ষা-নিরীক্ষা চালাতে ব্যবহার করা হবে। এটি ছিল লং মার্চ রকেট সিরিজের ৪৭৭ তম ফ্লাইট মিশন।
বাংলাদেশ সময়: ১৫:৫৮:০৭ ১৩২ বার পঠিত