উরুগুয়েকে ৭-১ গোলে হারিয়ে সেমিতে ব্রাজিল

প্রথম পাতা » খেলাধুলা » উরুগুয়েকে ৭-১ গোলে হারিয়ে সেমিতে ব্রাজিল
বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩



উরুগুয়েকে ৭-১ গোলে হারিয়ে সেমিতে ব্রাজিল

উরুগুয়েকে বড় ব্যবধানে হারিয়ে ২০১৪ বিশ্বকাপের আলোচিত সেই ম্যাচকে পুনরায় স্মরণ করালো ব্রাজিল। সেই বিশ্বকাপে জার্মানির কাছে সাত গোল হজম করেছিল তারা। তবে, এবার নিজেরা সাত গোল দিয়েছে। উরুগুয়েকে ৭-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিলের যুবারা। বুধবার (২১ জুন) কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে এ জয় পায় ব্রাজিল।

উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের ৭ গোলের মধ্যে দুইটি করে গোল করেন রুমুলো, লুকাস সিল্ভা, আন্দ্রে এবং একটি গোল করেন ইগোর।

দলের এমন দুর্দান্ত জয়ের পর ব্রাজিল যুব ফুটসাল দলের কোচ ভানিলদো নেতো বলেন, ‘আমাদের কিছু লক্ষ্য ছিল যেটার মধ্যে ছিল সেমিফাইনাল নিশ্চিত করা। আমি দলের পারফরম্যান্সে খুশি। আমাদের সামনে একটি বড় ম্যাচ রয়েছে আর্জেন্টিনার বিপক্ষে। আমাদের সকল মনোযোগ এখন ওই ম্যাচে। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার জন্য আমাদের ভালো প্রস্তুতি রয়েছে।’

এর আগে, সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনাও। নিজেদের তৃতীয় ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ৩-১ গোলের জয় পায় আর্জেন্টিনার যুবারা।

বুধবার (২১ জুন) অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই লিড পায় আর্জেন্টিনার যুবারা। ম্যাচের দ্বিতীয় মিনিটে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন লুকাস গ্রান্দা। ম্যাচের ১২ মিনিটে ইকুয়েডরের বালারিজু গোল করে দলকে সমতায় ফেরান। দলকে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে নেন আর্জেন্টিনার গ্রান্দা। এদিন মাঠের পারফরম্যান্সে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন যুব দলের অধিনায়ক গ্রান্দা। নিজের হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলকে ৩-১ গোলেও এগিয়ে নেন গ্রান্দা।

বাংলাদেশ সময়: ১৩:১০:১৯   ১০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ